২০২৫-এ কবে হবে বাগদেবীর আরাধনা? কখনই বা দেবেন অঞ্জলি? জানুন দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্ক: বাঙালিদের উৎসবের শেষ নেই। নববর্ষ দিয়ে শুরু হয় সংক্রান্তিতে শেষ। আর এবার সামনেই আসছে সরস্বতী পুজো (Saraswati Puja)। হিন্দুদের কাছে মা সরস্বতীর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে, সকল বিদ্যার্থীদের কাছে এই পুজোর মাহাত্ম্য বিরাট। সকাল থেকে সমস্ত পড়ুয়ারা উপোস করে পুজো দিয়ে থাকেন। আর হয়তো কয়েকদিন পেরোলেই বাজারে মা সরস্বতীর মূর্তিও চলে আসবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ২০২৫-এ কবে পড়েছে সরস্বতী পুজো?

২০২৫-এ সরস্বতী পুজো (Saraswati Puja) দিনক্ষণ:

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মূলত সরস্বতী পুজো (Saraswati Puja) হয় বসন্ত পঞ্চমীর দিন। হিন্দুদের কাছে এই বসন্ত পঞ্চমীর বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, বসন্ত পঞ্চমী এমন একটি উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই দিনটি জ্ঞান অর্জনের দিন। বলা হয়, এইসময় জ্ঞানের দেবী, বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায়। তবে আশীর্বাদ পেতে গেলে অবশ্যই সঠিক সময়, সঠিক মুহূর্তে পুজো দিতে হবে। আর এবার সরস্বতী পুজো পড়েছে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে।

2025 Saraswati Puja date and time

হিন্দু পঞ্জিকা মতে আরাধনার সঠিক মুহূর্ত: হিন্দু পঞ্জিকা মতে, মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতেই আরাধনা করা হয় সরস্বতী দেবীকে (Saraswati Puja)। আর ২০২৫-এ মাঘ পঞ্চমী তিথির শুভ মুহূর্ত শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি সকাল ৯ টা ১৪ মিনিট থেকে। আর শেষ হবে পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি সকাল ০৬ টা ৫২ মিনিটে। তবে এর মধ্যে ৩ ঘন্টা হচ্ছে সব থেকে শুভ মুহূর্ত। বৈদিক শাস্ত্র অনুসারে, ২ ফেব্রুয়ারি সকাল ৯ টা ১৪ মিনিট থেকে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত এই ৩ ঘন্টা ২৬ মিনিট পর্যন্ত বসন্ত পঞ্চমী মুহূর্ত। এই সময় দেবীকে আরাধনা করলে ভালো।

আরও পড়ুনঃ ফের Lockdown? করোনার থেকেও সাঙ্ঘাতিক HMPV! চিন্তা বাড়াচ্ছে এই ভাইরাসের উপসর্গ

সরস্বতী পুজোর মন্ত্র: প্রচলিত বিশ্বাস, সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনটি শিক্ষা, বিদ্যা, প্রশিক্ষণের জন্য অত্যন্ত শুভ। তাই এই দিন সকল শিক্ষার্থীরা অবশ্যই এই মন্ত্র পাঠ করুন। “জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।।” এই মন্ত্রের দ্বারা বাগদেবীর আরাধনা সম্পন্ন হয়। আরও একটি মন্ত্র রয়েছে, সেটি হচ্ছে “ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ। বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ। এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।” সরস্বতী পুজোর দিন এই মন্ত্রগুলি পাঠ করা উচিত।

আরও পড়ুনঃ দার্জিলিং মেলের রুট পরিবর্তন করছে রেল? বছরের শুরুতেই যাত্রীদের জন্য সামনে এল বিরাট আপডেট

এছাড়া পুজোর দিন মায়ের প্রিয় জিনিস নিবেদন করুন: এই দিন সকালবেলায় স্নান করে পবিত্র হয় শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপর, হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুল-মালা দিয়ে স্থানটিকে সাজিয়ে তুলবেন। প্রসাদে মিষ্টি এবং ফলের পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কুল। এই ফলটি রাখতে ভুলবেন না যেন। এছাড়াও, সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন অবশ্যই মায়ের পায়ে পলাশ ফুল অর্পণ করবেন। এতে করে দেবী সরস্বতীর কৃপা লাভ করা যায়।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর