২ নাকি ৩ ফেব্রুয়ারি, ২০২৫-এ কবে হবে বাগদেবীর আরাধনা? জেনে নিন পুজোর দিনক্ষণ

বাংলা হান্ট ডেস্ক: বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। আর এবার আসতে চলেছে অন্যতম উৎসব সরস্বতী পুজো (Saraswati Puja)। সকল পড়ুয়াদের কাছে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিন্তু চলতি বছরে সরস্বতী পূজোর দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কবে বাগদেবীর আরাধনা করা যাবে? কোন সময় শুভ মুহূর্ত? ঠিক করতে পারছেন না কেউই। তাই পঞ্জিকা মতে জেনে নিন সরস্বতী পুজোর সঠিক দিনক্ষণ।

কবে পড়েছে সরস্বতী পুজো (Saraswati Puja):

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মূলত সরস্বতী পুজো (Saraswati Puja) হয় বসন্ত পঞ্চমীর দিন। বলা হয়, বসন্ত পঞ্চমী এমন একটি উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির প্রতীক। পাশাপাশি হিন্দুদের বিশ্বাস এই দিনটিতে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করলে আশীর্বাদ লাভ করা যায়। আর চলতি বছর সরস্বতী পুজো পড়েছে ২ এবং ৩ ফেব্রুয়ারি। আর যার ফলে তৈরি হয়েছে জটিলতা।

2025 Saraswati Puja date and time বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা মতে, ২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বেলা ১২ টা ৩৪ মিনিটে পড়ছে পঞ্চমী। আর পরের দিন ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত থাকছে এই পঞ্চমী তিথি। অর্থাৎ পঞ্জিকা অনুসারে দু’দিনই সরস্বতী পুজো (Saraswati Puja) করা যেতে পারে।

আরও পড়ুন:দুই সিরিয়ালের দুর্দান্ত ভিলেন, বাস্তবে দুই বোন! অভিনেত্রীদের আসল পরিচয় জানেন?

উল্টোদিকে দৃকপঞ্জিকা অনুযায়ী, রবিবার ২ ফেব্রুয়ারি, সকাল ৯টা ১৪ মিনিট শুরু হচ্ছে পঞ্চমী। আর সোমবার সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত থাকবে এই শুভ মুহূর্ত। সুতরাং রবিবার কিংবা সোমবার যে কোন দিনেই করা যেতে পারে পুজো। তবে শুধু সরস্বতী পূজোই (Saraswati Puja) নয় একই সাথে গোটা সেদ্ধ শীতল ষষ্ঠীরও বিশেষ যোগ রয়েছে। অনেকের বাড়িতেই এই রীতি প্রচলিত।  সেক্ষেত্রে পঞ্জিকা মতে ৩ ফেব্রুয়ারি গোটা সেদ্ধ রান্না করা যেতে পারে। আর ৪ তারিখ মঙ্গলবার ষষ্ঠী পূজার পর ওই সেদ্ধ খেতে পারেন। অনেক হিন্দু বাড়িতেই, শীতল ষষ্ঠী পূজোর রীতি রয়েছে। ফলে ষষ্ঠী পুজোর দিন কোনও গরম খাবার খাওয়া যায় না। তাই বাসি কিংবা সেদ্ধ খেতে হয়।

আরও পড়ুন: বিরাট সাফল্য ভারতের! ২৬/১১ হামলায় অভিযুক্ত পাকিস্তানের জঙ্গিনেতাকে দিল্লির হাতে তুলে দিল আমেরিকা

এখন প্রশ্ন হচ্ছে, দেবীকে তুষ্ট করতে এদিন কি কি করা উচিত: এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হয়ে নিন। স্নানের পর পবিত্র বস্ত্র পরিধান করবেন। চেষ্টা করবেন এই বিশেষ দিনে হলুদ কিংবা সাদা জাতীয় পোশাক পরার। সরস্বতী পুজোর (Saraswati Puja) অঞ্জলি না দেওয়া অবধি কোনও খাবার খাবেন না। আর হ্যাঁ এদিন বাড়িতে নিরামিষ জাতীয় খাবার খাওয়া মঙ্গল বলে মনে করেন সকলে। আপনিও এদিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। 

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর