বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে গ্রেটার নয়ডায় সম্পন্ন হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং ফাইনাল ২০২৫ (2025 World Boxing Championships)। যেখানে ভারতীয় বক্সাররা নিজেদের আধিপত্য বিস্তার করেছেন। গত ১৬ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ২০ জন ভারতীয় বক্সার অংশগ্রহণ করেছিলেন। যাঁদের মধ্যে ১০ জন মহিলা এবং ১০ জন পুরুষ ছিলেন। ওই ২০ জন ভারতীয় বক্সারের মধ্যে ১৫ জন ফাইনালে পৌঁছেছেন এবং ৫ জন গোল্ড মেডেল যেতেন। ৫ টি গোল্ড মেডেলই ভারত জিতেছে মহিলাদের বিভাগে। সোনা জয়ীদের মধ্যে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন এবং প্রীতি পাওয়ারের মতো তারকারাও রয়েছেন।
সম্পন্ন হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং ফাইনাল ২০২৫ (2025 World Boxing Championships):
মীনাক্ষী সূচনা করেন: জানিয়ে রাখি যে ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল (2025 World Boxing Championships) জেতেন মীনাক্ষী হুদা। তিনি ৪৮ কেজি বিভাগে উজবেকিস্তানের বক্সারকে পরাজিত করেছিলেন। মীনাক্ষীর পর, প্রীতি পাওয়ার ৫৪ কেজি বিভাগে একজন ইতালীয় বক্সারকে হারিয়ে ভারতের জন্য গোল্ড মেডেল নিশ্চিত করেন। এদিকে, অরুন্ধতী রেড্ডি ৭০ কেজি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ভারতের জন্য গোল্ড মেডেলের হ্যাটট্রিক পূর্ণ করেন।

নিখাত এবং নুপুরও সোনা জিতেছেন: ভারতের চতুর্থ গোল্ড মেডেল আসে ৮০ কেজি বিভাগে। যেখানে নুপুর শিরোপা জয়ের জন্য দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। ফাইনালে, নূপুর উজবেকিস্তানের ওলটিনয়কে একতরফাভাবে ৫-০ ব্যবধানে হারিয়ে ভারতের হয়ে গোল্ড মেডেলের জিতেছিলেন।
এরপর, সকলের নজর ছিল ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনের দিকে। কাঁধের চোটের কারণে ১ বছর বাইরে থাকার পর সেপ্টেম্বরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফিরে আসা নিখাত, ৫১ কেজি বিভাগে উজবেকিস্তানের জানিভা গুলসেভারকে কঠিন সেমিফাইনাল ম্যাচে পরাজিত করে ফাইনালে ওঠেন। চূড়ান্ত ম্যাচে তিনি চাইনিজ তাইপের গুও ই জুয়ানের মুখোমুখি হন এবং নিখাত জয়লাভ করেন। এর এইভাবেই ভারতের পঞ্চম গোল্ড মেডেল নিশ্চিত হয়।
আরও পড়ুন: আয় বাড়ানোর লক্ষ্যে এবার বড় পদক্ষেপের পথে ভারতীয় রেল! প্রভাবিত হবেন যাত্রীরা?
রিং-এ প্রবেশকারী ১৫ জন বক্সারের মধ্যে কারা রয়েছেন: নিখাত জারিন ছাড়াও, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণকারী ভারতীয় বক্সারদের মধ্যে রয়েছেন জেসমিন ল্যাম্বোরিয়া, যদুমনি সিং এম, পবন বারতওয়াল, সচিন সিওয়াচ, হিতেশ গুলিয়া, অঙ্কুশ পাঙ্গল, পারভীন এবং নূপুর। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের হয়ে সচিন সিওয়াচ সোনা জিতেছেন। তাঁর পরে ভারতীয় নৌবাহিনীর জওয়ান হিতেশ গুলিয়াও সোনা জেতেন। যার ফলে ভারতের প্রাপ্ত সোনার সংখ্যা বেড়ে হল ৯।












