বাংলা হান্ট ডেস্কঃ নভেম্বর প্রায় শেষের পথে। আর একটা মাস। তারপরই ২০২৬ সাল। চলতি বছর বহু ছুটি (Government Holiday) পেয়েছেন সরকারি কর্মীরা। বাড়তি ছুটিও মিলেছে বেশ কিছু। আসছে বছরও কি বাংলার সরকারি কর্মীদের (West Bengal Government Employee’s) জন্য ছুটি নিয়ে সুখবর আছে? স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য নতুন বছরে কতগুলি ছুটি? জেনে নিন।
২০২৬ সালে কবে কবে হলিডে? Government Holiday
পশ্চিমবঙ্গ রাজ্য অর্থ দপ্তর, নবান্ন তরফে হলো ২০২৬ সালের বিস্তারিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি ছুটির (এনআই অ্যাক্ট অনুযায়ী) পাশাপাশি রাজ্যেরও সরকারি ছুটি রয়েছে। ২০২৬ সালের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা Finance (Audit) ডিপার্টমেন্ট ২৭ নভেম্বর প্রকাশ করেছে। Negotiable Instrument Act, 1881 অনুযায়ী ঘোষিত General Public Holiday অনুযায়ী হলিডে লিস্ট :
ইংরেজি নববর্ষ ১ জানুয়ারি ছুটি থাকছে এছাড়া ছুটি থাকছে নিম্নলিখিত দিন গুলিতে
স্বামী বিবেকানন্দের জন্মদিন- ১২ জানুয়ারী
নেতাজির জন্মদিন – ২৩ জানুয়ারী
সরস্বতী পুজো- ২৩ জানুয়ারী
প্রজাতন্ত্র দিবস – ২৬ জানুয়ারী
দোল যাত্রা- ৩ মার্চ
ঈদ-উল-ফিতর – ২১ মার্চ
আম্বেদকর জয়ন্তী ১৪ এপ্রিল
বাংলা নববর্ষ – ১৫ এপ্রিল
মে দিবস- ১ মে
বুদ্ধ পূর্ণিমা – ৮ মে
ঈদ-উদ-জোহা – ২৭ মে
মহরম – ২৬ জুন
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট
মহালয়া – ১০ অক্টোবর
দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর
ভাইফোঁটা – ১১ নভেম্বর
বড়দিন – ২৫ ডিসেম্বর
এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি থাকছে
সরস্বতী পুজো আগের দিন – ২২ শে জানুয়ারি
শবে বরাত – ৪ ফেব্রুয়ারি
পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী ১৪ ফেব্রুয়ারি
হোলি – ৪ মার্চ
হরিচাঁদ ঠাকুরের জন্মদিন- ১৭ মার্চ
ঈদুল ফিতর আগের দিন – ২০ মার্চ
ইদুজ্জোহা আগের দিন – ২৬ শে মে
শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই
রথযাত্রা – ১৬ জুলাই
বিশ্বকর্মা পুজো- ১৭ সেপ্টেম্বর
দুর্গাপুজো চতুর্থী – ১৫ অক্টোবর
দুর্গা পঞ্চমী – ১৬ অক্টোবর
ষষ্ঠী – ১৭ অক্টোবর
দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি – ২২, ২৩, ২৪ অক্টোবর অবধি
আতিরিক্ত লক্ষ্মী
পুজো– ২৬ অক্টোবর
কালী পুজো ৯ ও ১০ নভেম্বর
ভাই ফোটার পরের দিন ১২ নভেম্বর
ছট পুজো অতিরিক্ত ছুটি – ১৬ নভেম্বর
করম পুজোর ছুটি নির্ধারিত হলে জানানো হবে

আরও পড়ুন: ঠান্ডার আমেজ হবে হাওয়া! কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী তিন দিন কেমন থাকবে আবহাওয়া?
এই সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের
শিবরাত্রি – ১৫ ফেব্রুয়ারি
দুর্গাপুজোর সপ্তমী ১৮ অক্টোবর
লক্ষ্মী পুজো- ২৫ অক্টোবর
কালী পুজো ৮ নভেম্বর
ছট পুজো- ১৫ নভেম্বর
বিরসা মুন্ডা, জন্মজয়ন্তী ১৫ নভেম্বর












