মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা – এবার EVM না ভোট হোক ব্যালটে, আমরা পথ দেখাব পুরো দেশকে

আজ শহীদ সমাবেশে কলকাতার ধর্মতলায় সভা করছেন মমতা ব্যানার্জী। দুপুর একটার সময় মঞ্চে উঠে ভাষণ দেওয়ার কথা ছিল ওনার। কিন্তু ১২ঃ৪০ এই উনি মঞ্চে উঠে মাইক হাতে ধরেন। মঞ্চে উঠেই তিনি তৃণমূলের সমস্ত কর্মী, নেতা, সমর্থক, এবং শহীদ পরিবার সমেত সভায় আগত সবাইকে ধন্যবাদ জানান। তিনি মঞ্চে আগে ওঠার কারণ হিসেবে বলেন, ‘আমি রাস্তা দিয়ে আসছিলাম, রেড রোডে দেখি দুই তিন লক্ষ মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছেন। ধর্মতলায় যেমন একটি সভা হচ্ছে, তেমনই ব্রিগেডেও একটি সভা হচ্ছে মনে হচ্ছে।”

images 2019 07 21T131122.624

লোকসভা ভোট নিয়ে প্রশ্ন তুলে মমতা ব্যানার্জী কেন্দ্র সরকারকে আক্রমণ করেন। তিনি বিজেপির উপর আক্রমণ করে বলেন, ওটা ভোট হয়েছে? ভোটের নামে প্রহসন হয়েছে। তিনি বলেন, আমেরিকা এত উন্নত আর এত বড় রাষ্ট্র, ওখানে ইভিএম এ ভোট হয় শুনেছেন? ওখানে ব্যালটেই ভোট হয়েছে। বিশ্বের উন্নত দেশ গুলো ইভিএম বয়কট করেছে। ইউরোপে ব্যালটে ভোট হয়না। কিন্তু এখানে হয়, কারণ বিজেপি ইভিএম হ্যাক করে ক্ষমতায় এসেছে।

উনি বলেন, আমরা চাই দেশে স্বচ্ছ ভোট হোক। দেশ থেকে ইভিএম সরিয়ে ব্যালটে ভোট হোক। পঞ্চায়েত, পুরসভা, লোকসভা সব নির্বাচনেই ব্যালট ব্যাবহার করা হোক। আমরা ব্যালট ব্যাবহার নিয়ে দেশকে পথ দেখাব। আমরা চাই ইভিএম বন্ধ হয়ে ব্যালটে ভোট হোক। তাহলেই দেশে স্বচ্ছ ভোট হবে। মমতা ব্যানার্জী আগামী ২৯শে জুলাই বড় একটি প্রোগ্রাম অ্যানাউন্স করার কথা বলেন। তিনি বাংলায় তৃণমূলের জনসংযোগ করতে আগামী ২৯শে জুলাই বড়সড় প্রোগ্রামের ঘোষণা করবেন বলে জানান।

সম্পর্কিত খবর