জরুরি অবস্থা জারি  WHO- র , করোনা ভাইরাসে মৃত ২১৩

দেশজুড়ে ইতিমধ্যেই ছড়িয়েছে করোনা ভাইরাস। আর মৃতের সংখ্যা বাড়ছে দ্রুত। ইতিমধ্যেই বেড়ে হয়েছে ২১৩জন। তার মধ্যে গত একদিনে মারা গেছে ৪৩জন। বেশ কয়েকদিন ধরে এই ভাইরাস আতন্ক ছড়াচ্ছে। চিনের পাশাপাশি ভারতেও মিলেছে করোনা ভাইরাস।

শরীরে এই রোগ প্রথম আসে সামুদ্রিক খাবার থেকে। আর গবাদি পশুরা এই খাবার খাওয়ার পর তাদের শরীরে এই জীবানু প্রবেশ করে , সেখান থেকে আবার তাদের মাংস খেলে তা আবার মানুষের শরীরে পুনরায় প্রবেশ করে। এইভাবে এক এক করে শরীরে দানা বাধে এই রোগ।জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভরতি হচ্ছেন করোনায় আক্রান্ত রুগীরা ।

images 46

 

 

কেরলে হাসপাতালে ভর্তি করোনা ভাইরাসে আক্রান্ত ২৪ বছরের ছাত্রী, বিবৃতি দিয়ে জানিয়েছে কেরলের স্বাস্থ‍্য দফতর। আক্রান্ত চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। রোগীকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আপাতত স্থিতিশীল রয়েছেন পড়ুয়া। এছাড়াও কেরলের বিভিন্ন জেলায় আরও ৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। জরুরি বৈঠক করেন কেরলের স্বাস্থ‍্যমন্ত্রী কেকে শৈলজা।স্বাস্থ্য পরীক্ষায় তিনটি বিশেষ কেন্দ্র তৈরি হয়েছে উত্তরবঙ্গে নেপাল সীমান্ত লাগোয়া অঞ্চলে।

মঙ্গলবার সকালে স্বাস্থ্যভবনে যায় তিন জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। এমনকি প্রত্যেক বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানা গেছে  গত শুক্রবার করোনা ভাইরাস উপদ্রুত অঞ্চল থেকে ভারতে নেমেছে ১৯টি বিমান। ৪ হাজার ৮২ জন যাত্রীর স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্স। জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইল্যান্ড এমনকি আমেরিকার মতো দেশেও করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের খোঁজ মিলেছে। সব মিলিয়ে এখন আর কতজন এই রোগে আক্রান্ত হবে সেটা বলা সম্ভব হচ্ছে না। আর এখন চেশ্টা করা হচ্ছে যাতে এই রোগ আর বেশি না ছড়ায়।

সম্পর্কিত খবর