ব্যাঙ্কের মত LIC-তেও “দাবিহীন” অবস্থায় রয়েছে ২১,৫০০ কোটি টাকা! আপনার অর্থ আছে কিনা জানুন এভাবে

বাংলা হান্ট ডেস্ক: দেশের বিভিন্ন ব্যাঙ্কজুড়ে এবং LIC (Life Insurance Corporation of India)-র মত সংস্থায় রীতিমতো দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে হাজার হাজার কোটি টাকা। যা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় রয়েছে সংস্থাগুলি। এমতাবস্থায়, RBI (Reserve Bank of India) ১২ টি পাবলিক সেক্টর ব্যাঙ্ককে দাবিহীন অবস্থায় থাকা ৩৫,০০০০ কোটি টাকার সঠিক মালিক শনাক্ত করতে একটি নতুন সেন্ট্রালাইজড পোর্টাল তৈরি করার ঘোষণা করেছে।

এদিকে, LIC-তেও এহেন অর্থের পরিমান নেহাত কম নয়। ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয় যে, তাদের কাছে প্রায় ২১,৫০০ কোটি টাকা দাবিহীন অবস্থায় রয়েছে। মূলত, IPO নিয়ে আসার সময়ে LIC এই তথ্য প্রকাশ করেছিল। পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত LIC-র কাছে ২১,৫৩৯ কোটি টাকার আনক্লেম ফান্ড ছিল। এমতাবস্থায়, আপনার নিজের বা কোনো আত্মীয়ের পলিসির ক্ষেত্রে এহেন দাবিহীন অর্থ রয়েছে কি না সেটি যদি আপনি জানতে চান তাহলে সেই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

   

কাকে বলে আনক্লেম অ্যামাউন্ট: আনক্লেম অ্যামাউন্টকে ক্লেম করার আগে জেনে নিন কি এই আনক্লেম অ্যামাউন্ট? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ১০ বছর পরও বিমা কোম্পানির কাছে দাবি না করা যেকোনো পরিমানের অর্থকে আনক্লেম অ্যামাউন্ট হিসেবে বিবেচিত করা হয়। এদিকে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার (IRDAI) নিয়ম অনুসারে, বিমা সংস্থাগুলিকে ১,০০০ টাকা বা তার বেশি দাবিহীন অর্থের তথ্যের আপডেট দিতে হয়।

এমন পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় ব্যাঙ্ক সহ LIC-র বিভিন্ন স্কিমগুলিতে অনেকে বিনিয়োগ করলেও কোনো কারণবশত সেগুলি তাঁরা মাঝপথে বন্ধ করে দেন কিংবা ম্যাচুরিটির পর টাকা তুলতে ভুলে যান। তখন এটিকে আনক্লেম অ্যামাউন্ট বলা হয়। এগুলি কিন্তু সংশ্লিষ্ট সংস্থার কাছে নিরাপদে থাকে।

LIC-র আনক্লেম অ্যামাউন্ট খুঁজে বের করার প্রক্রিয়া: উল্লেখ্য যে, LIC তার পোর্টালে পলিসি হোল্ডারদের আনক্লেম অ্যামাউন্ট সম্পর্কে তথ্য প্রদানের জন্য একটি বিশেষ টুল রেখেছে। সেখানে আপনি পলিসি নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আনক্লেম অ্যামাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

lic money 1

১. প্রথমে LIC-র সাইট ভিজিট করুন বা সরাসরি এই লিঙ্কে যান https://licindia.in/Bottom-Links/Unclaimed-Policy-Dues।
২.এই লিঙ্কটি ওপেন করার পরে আপনাকে অবশ্যই পলিসি নম্বর, পলিসি হোল্ডারের নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ডের বিশদ বিবরণ দিতে হবে।
৩. এই তথ্যগুলি নির্ভুলভাবে দেওয়ার পরে, আপনি সাবমিট বোতামে ক্লিক করার সাথে সাথেই সংশ্লিষ্ট পলিসি সম্পর্কিত আনক্লেম অ্যামাউন্টের তথ্য (যদি থাকে) আপনার সামনে উপস্থাপিত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর