জল্পনার অবসান, দেবের নায়িকা জ্যোতির্ময়ীই, ‘প্রজাপতি ২’ তেই ডেবিউ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জল্পনা ছিল আগে থেকেই। অবশেষে তাতে পড়ল শিলমোহর। দেবের (Dev) ‘প্রজাপতি ২’ ছবিতে নায়িকা ছোটপর্দার জ্যোতির্ময়ী কুণ্ডুই। মঙ্গলবার এই ছবি নিয়ে বৈঠকে বলেছিলেন দেব (Dev) সহ পরিচালক, প্রযোজকরা।

দেবের (Dev) প্রজাপতি ২ তে নায়িকা জ্যোতির্ময়ী

গত বছরই প্রজাপতি ২ এর ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু শুটিং নিয়ে সেই সময় দেখা দিয়েছিল ধোঁয়াশা। নায়িকা নিয়েও ছিল জল্পনা। পরে টলিপাড়ার গুঞ্জন শোনা যায়, প্রাথমিক ভাবে নাকি জ্যোতির্ময়ীকেই মনোনীত করা হয়েছে। কথাবার্তাও এগিয়ে গিয়েছে অনেকটাই। অবশেষে এল সুখবর।

Jyotirmoyee kundu will be dev heroine

ছোটপর্দার জনপ্রিয় মুখ: ছোটপর্দার দর্শকদের কাছে তিনি জনপ্রিয় ‘পেখম’ নামে। এখনও পর্যন্ত একটি সিরিয়ালেই অভিনয় করেছেন তিনি। তবে তাঁর সৌন্দর্য, অভিনয় দক্ষতা দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছিল। ‘বঁধূয়া’ সিরিয়ালে খুব বেশি সময়ের জন্য তাঁকে পায়নি দর্শক। তাড়াতাড়িই শেষ হয়ে গিয়েছিল ধারাবাহিকটি। তবে এবার শোনা যাচ্ছে, প্রজাপতি ২ (Dev) এর হাত ধরে নাকি নতুন ভাবে আত্মপ্রকাশ করবেন জ্যোতির্ময়ী।

আরো পড়ুন : বিয়ের প্রস্তাব ফেরাতেই ধর্ষণ TMCP নেতার! করা হয় ভিডিও, কসবা কাণ্ডে পুলিশের কাছে বিষ্ফোরক নির্যাতিতা

কবে থেকে শুরু শুটিং: জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। শুটিংয়ের জন্য কলকাতার পাশাপাশি লন্ডনেও যাবে ছবির টিম। এ নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয় বলে খবর।

আরো পড়ুন : রথযাত্রায় জীবনে কীভাবে আসবে সুখ-সমৃদ্ধি? পুণ্য দিনের বিশেষ মাহাত্ম্য জানালেন মহন্ত স্বামী মহারাজ

বর্তমানে বহির্বিশ্বের যা পরিস্থিতি, এমতাবস্থায় বাইরে গিয়ে শুটিং করা আদৌ সম্ভবপর হবে কিনা তা নিয়ে হয় আলোচনা। জানা যাচ্ছে, ছবির টিম আগে কলকাতাতেই কাজ শুরু করবে আগে। পরিস্থিতি ঠিক থাকলে তবে লন্ডনে যাবে।