সাবধান! 350 বছরের ইতিহাসে পৃথিবীর সব থেকে বাজে দিন হতে পারে 21 ডিসেম্বর, কারণ জানুন

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে ঘটতে চলেছে এক ঐতিহাসিক ঘটনা, বিরল মহাজাগতিক ঘটনা যা সাড়ে তিন শ বছরের পৃথিবীর ইতিহাসে কখনও ঘটেনি। আর সেই দিনটি হল 21 ডিসেম্বর। কারণ সে দিন শীতকালীন সোলোসটাইস হতে চলেছে, অর্থাত্ বছরের সব থেকে অন্ধকারতম এবং ছোট দিন।1333f73117b327fac51183b03160e8af 1

ব্রিটেনের খ্যাতনামা জ্যোতিষী এবং লেখক নীল স্পেন্সার বলেছেন এ বছরের সোলাসটাইস নাকি অন্যান্য বছরগুলোর থেকে আলাদা কারণ 1964 সালের পর এ বছর প্রথমবার সূর্য মকর সংক্রান্তিতে প্রবেশ করবে যার ফলে সূর্য শনি এক লাইনে থাকবে এবং খুব অস্বস্তিকর একটা ফলাফল ঘটবে। তাই চলতি বছরের 21 ডিসেম্বর তারিখে জীবনে এমন কিছু ঘটবে যা কিছু অস্বাভাবিক, এমনকি এ দিন দীর্ঘ মেয়াদি বাজে ফলাফল দিতে পারে।

তাই এ দিন নিজেকে সীমিত এবং সীমাবদ্ধ মনে হতে পারে তাই দিনটি বাজে হওয়া থেকে এড়াতে বাধ্যবাধকতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। লুনার লিভিং নামের একটি ওয়েবসাইট আরও সতর্ক করে জানিয়েছে সমস্যার সমাধান খোঁজার সময় নিশ্চিত হন তা যেন উপকারে আসে, এবং নিজের লক্ষ্য স্থির করবেন এবং যে উদ্যোগ নেবেন তা যেন সকলের জন্য ভালো হয়। তাই 21 ডিসেম্বর মানুষের জন্য ভোগান্তির হবে এবং কোনও গুরুত্বপূর্ণ কাজ করা উচিত হবে না।

সম্পর্কিত খবর