বড় খবরঃ বড়সড় দুর্ঘটনার শিকার বায়ুসেনার সামরিক বিমান! দুর্ঘটনায় নিহত ২২, নিখোঁজ ৫

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ইউক্রেন (ukraine) থেকে বড়সড় বিমান দুর্ঘটনার (ukraine Plane Crash) খবর সামনে আসছে। সংবাদ সংস্থা রয়টার্স অনুযায়ী, ২৮ জন যাত্রীকে নিয়ে ইউক্রেন বায়ুসেনার একটি বিমান শুক্রবার বিকেলে দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনা এতটাই ভয়ানক ছিল যে, ঘটনাস্থলে ২২ জনার মৃত্যু ঘটে। আর বাকি ছয়জন নিরুদ্দেশ বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার খবর ইউক্রেনের এক মন্ত্রী দেন। উনি বলে, বিমানে বেশিরভাগ পড়ুয়ারা সওয়ার ছিল। বিমানে সাতজন ক্রু মেম্বার ছিলান। কি কারণে এই দুর্ঘটনা, সেটার তদন্ত হচ্ছে বলে জানান তিনি। এর সাথে সাথে তিনি এও বলেন যে, খুব শীঘ্রই তিনি দুর্ঘটনা স্থলে যাবেন।

X