বাংলাহান্ট ডেস্ক: প্রেম আসলে অনেকটা কাঁঠালের আঠার মত। একবার লাগলে তার থেকে মুক্তি পাওয়া বেশ দুষ্কর। দেশ, কাল থেকে শুরু করে বয়সের ব্যবধান সবকিছুই যেন ফিকে হয়ে যায় যুগলের কাছে। এক্ষেত্রে, মোছা. খাইরুন নাহার আর মামুনও তার ব্যতিক্রম নয়। কথা হচ্ছে, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বছর চল্লিশের খাইরুন ও নাটোর এনএস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র অর্থাৎ তার বাইশ বছর বয়সী যুবক প্রেমিক মামুনকে নিয়ে।
জানা গিয়েছে, তাদের প্রেমের বয়স মাত্র ৬ মাস। ২০২১ সালের ২৪ জুন ফেসবুক ম্যাসেঞ্জারের দৌলতে তাদের প্রেম পর্বের সূচনা হলেও ২০২১ সালের ১২ ডিসেম্বরে তারা একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। যদিও, তাদের যৌথজীবনের বেশ কয়েকদিন কেটে গেলেও সপ্তাহ খানেক আগে তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়ে। গুরুদাসপুরে একটি বাড়ি ভাড়া নিয়েই তারা নিজেদের সংসার সাজিয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজশাহীর বাঘায় খাইরুন বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই বিয়ে সুখের হয়নি। এরপরেই খাইরুন তার কন্যাকে সঙ্গে নিয়ে চূড়ান্ত মানসিক টানাপোড়েনে ভুগতে শুরু করে খাইরুন। এমনকি খাইরুনের কথায়, আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে।
এদিকে, মামুন জানান, কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সকলের কাছে দোয়া চাই। সব মিলিয়ে, বয়স কে তুরি মেরে উড়িয়ে খায়রুন আর মামুন যে জমিয়ে সুখের সংসার করছেন একথা বলাই বাহুল্য।