বাংলা হান্ট ডেস্কঃ সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রালয়ের অধীনে কাজ করা ন্যাশানাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এর একটি অভূতপূর্ব কাজ লিমকা বুক অফ রেকর্ডে নাম লেখাতে চলেছে। উল্লেখ্য, NHAI ২৫.৫৪ কিমি সিঙ্গেল লেন রোডকে ডবল লেন করার কাজ মাত্র ১৮ ঘণ্টায় সম্পূর্ণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি এই কাজের জন্য সমস্ত ৫০০ কর্মচারী আর ঠিকাদার সংস্থা সহ NHAI এর প্রশংসা করেছেন।
ठेकेदार कंपनी के 500 कर्मचारियों ने इसके लिए मेहनत की है। मैं उन कर्मचारियों सहित राष्ट्रीय राजमार्ग प्राधिकरण के परियोजना निदेशक, अधिकारी, ठेकेदार कंपनी के प्रतिनिधि और परियोजना अधिकारियों का अभिनंदन करता हूं। pic.twitter.com/KNbDWsoCnq
— Nitin Gadkari (@nitin_gadkari) February 26, 2021
তিনি জানান NHAI সম্প্রতি সোলাপুর-বিজাপুর জাতীয় সড়কে ৪ লেন কাজ করার অন্তর্গত ২৫.৪৫ কিমি সিঙ্গেল লেন রাস্তা ডবল লেন করার কাজ মাত্র ১৮ ঘণ্টায় সম্পূর্ণ করে ফেলেছে। NHAI এবং ৫০০ কর্মীদের এই কাজ লিমকা বুক অফ রেকর্ডসে দায়ের হবে।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি বলেন, ‘ঠিকাদার কোম্পানির ৫০০ কর্মী এই কাজের জন্য খুব পরিশ্রম করেছে। আমি সেই কর্মচারী সমেত NHAI আধিকারিক, ঠিকাদার কোম্পানির প্রতিনিধি আর এই প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের অভিনন্দন জানাচ্ছি।”
আরেকদিকে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি উত্তরাখণ্ডের জন্য শুক্রবার দিল্লী-দেরাদুন এর নতুন ইকোনমিক করিডোরের ঘোষণা করেছেন। ২১০ কিমি দীর্ঘ ৬ লেন সড়কের এই প্রকল্পে মোট ১২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হবে। ২০২১ এর আগস্ট মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হবে আর ২০২৩ এর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।
उत्तराखंड के लिए आज दिल्ली-देहरादून के नये इकोनॉमिक कॉरिडॉर की घोषणा की। 210 किमी कुल लंबाई के 6-लेन के इस परियोजना की कुल लागत 12,300 करोड़ है। अगस्त 2021 तक यह परियोजना अवार्ड हो जाएगा और 2023 तक पूर्ण होगा।
— Nitin Gadkari (@nitin_gadkari) February 26, 2021