বাংলা হান্ট ডেস্কঃ পূর্বের সিংহভূমি (singhbhum) জেলার ভীতরডারিতে ২৫০ কেজির সোনার ভাণ্ডার (Gold Reserves) পাওয়া গেছে। ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (Geological Survey of India) এর ডায়রেক্টর জনার্দন প্রসাদ আর নির্দেশক পঙ্কজ কুমার সিন রাজ্যের খনন সচিব আবুবকর সিদ্দিকীকে সোনার ভাণ্ডার পাওয়া নিয়ে একটি রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টে বলা হয়েছে যে, ভীতরডারিতে ২৫০ কেজির সোনার ভাণ্ডার পাওয়া গেছে।
ঝাড়খণ্ড (Jharkhand) সরকার এখন এই সোনার ভাণ্ডারের নিলামির কাজ শুরু করেছে। এই সোনার ভাণ্ডার দিয়ে রাজ্য সরকারের হাতে ১২০ কোটি টাকা আসার সম্ভাবনা আছে। ওই এলাকায় সোনা খোঁজার কাজ নির্দেশক পঙ্কজ কুমার সিং এর তত্বাবধানে চলছিল। ওই খনিতে আলাদা আলাদা মানের সোনা মজুত আছে বলে জানা যাচ্ছে। ওই খনিতে থেকে মোট ২৫০ কেজির মতো সোনা মেলার প্রবল সম্ভাবনা আছে।
ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ বিভাগের রিপোর্টে বলা হয়েছে যে, ঝাড়খণ্ড দেশের গোল্ডস্পট রাজ্যের সম্ভাবনা রুপে বিকশিত হচ্ছে। এই রাজ্যে এর আগেও লাবা, কুন্দরকোচা, পাহাড়ডিহা আর পরাসিতে সোনার ভাণ্ডার পাওয়া গেছে। রাজ্যের আরও সাতটি স্থানে সোনার খনি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে।
আগামী দিনে ওই জায়গা গুলোতেও খননকার্য চালানোর সম্ভাবনা আছে। রাঁচি থেকে শুরু করা তমাড়ের মধ্যে সোনার খনি খোঁজার কাজ অনেক বছর ধরেই চলছে। অনেক স্থানে স্বর্ণরেখা নদীর বালু থেকেও সোনা খোঁজার কাজ চলছে।