বাংলা হান্ট ডেস্কঃ ভোরের আলো আসেনি তখনও, তার মাঝেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিলো যে, এখনো পর্যন্ত 255 জন মানুষের মৃত্যুর খবর সামনে এসে পৌঁছেছে এবং আহত হয়েছেন হাজারের অধিক মানুষ। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে।
এদিন সকাল হওয়ার পূর্বেই আফগানিস্তানের পূর্ব অংশে শক্তিশালী ভূমিকম্প ঘটে। এই ভূমিকম্পের প্রভাবে আফগানিস্তান সহ প্রতিবেশী পাকিস্তান দেশটিও কেঁপে ওঠে। এমনকি, ভারতেও অনুভূত হয় কম্পন। সূত্র মারফত জানা গিয়েছে, ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে আড়াইশো জনের ওপর মানুষ নিহত হয়েছেন এবং জখম হয়েছে হাজারের বেশি আফগানবাসী। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.1 বলে জানা গিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের খোস্ত শহর থেকে 44 কিলোমিটার দূরবর্তী একটি স্থান। স্বভাবতই, এর ফলে খোস্ত এবং পার্শ্ববর্তী নানগড়হার এলাকাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু মানুষ প্রাণ হারান। তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রধান মোহাম্মদ নাসিম বলেন, “ভয়াবহ ভূমিকম্পের কারণে আড়াইশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাকতিকা প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে মানুষ। এখানে একশোর বেশি মানুষ নিহত হয়েছেন, যেখানে আহত তিনশোর কাছাকাছি।”
এদিনের ভূমিকম্পে আফগানিস্থান ছাড়াও পাকিস্তানের ইসলামাবাদ সহ অন্যান্য একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়। গোটা দেশে যখন কম্পন অনুভূত হয়, সেই সময় অধিক মানুষ ঘুমে আচ্ছন্ন থাকার কারণে তারা বাঁচার কোন রকম চেষ্টা করতে পারেননি বলে সূত্র মারফত জানা গিয়েছে আর এই কারণেই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে তালিবান সরকার।