বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতেই রাজধানী এক্সপ্রেসে চেপে অনেক আগেই বিদায় নিয়েছে শীত। বেলা বাড়তেই সূর্যের দাপটে রীতিমতো ঘামছে মানুষজন। যদিও ভোরের হালকা শিরশিরানি এখনও আছে। তবে এসবের মাঝেই দুর্যোগের চোখরাঙানি। আজ মঙ্গলবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির (Rainfall) পূর্বাভাস রয়েছে। বেলা বাড়তেই খুব ভেজা ভিজবে দক্ষিণবঙ্গ (South Bengal)।
আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) আপডেট অনুযায়ী আজ কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুত্-সহ (Thunderstorm) বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ওদিকে ধীরে ধীরে পারদও চড়া শুরু করতে পারে। কিছুদিনের মধ্যেই লাফিয়ে রাজ্যের তাপমাত্রার বেশ কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট অনুযায়ী, আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও।
আজ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যায় বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সন্ধের দিকে তিলোত্তমার (Kolkata) কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল থেকে কলকাতার তাপমাত্রাও বাড়তে শুরু করবে।
আরও পড়ুন: ‘চিংড়ি কচি লাউ’, জলের পোকাতেই লুকিয়ে শাহজাহানের সব রহস্য? কেলেঙ্কারির পর্দাফাঁস করল ED
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ শুধুমাত্র উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) বেশ কিছু অংশে বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। আই সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।