DA নয়, এবার রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, সবাই পাবে মোটা টাকা! জানুন কীভাবে

বাংলাহান্ট ডেস্ক : দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। নির্বাচন শুরুর দিন ঘোষণা না হলেও শাসক থেকে শুরু করে বিরোধীরা সবাই যেন খেল দেখাতে শুরু করে দিয়েছে। এবার ভোটের আগেই বড়সড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নয়া এই ঘোষণা শুনেই কার্যত ‘থ’ হয়ে গিয়েছেন সকলেই।

জানা গিয়েছে, এবার পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের থেকে বঞ্চিত ২৪ লক্ষ এমজিএনআরইজিএ শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদান শুরু করবে। ১ মার্চের মধ্যে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) সরাসরি বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) কার্যকর করার ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে।

আরোও পড়ুন : ভয়ঙ্কর পথ দুর্ঘটনাতেই সব শেষ! অকাল প্রয়াত জনপ্রিয় গায়ক-সহ ৩ তারকা, শোকস্তব্ধ বিনোদন জগত

রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের হিসেব অনুযায়ী, রাজ্যের ২৩টি জেলার জব কার্ডধারীরা মোট পেয়ে যাবেন ২,৫৬০ কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে জব কার্ডধারীরা ১০০ দিনের কাজের জন্য বঞ্চিত হয়েছেন, তাঁদের বেতন দেবে কেন্দ্র। এমনকি, ১ মার্চের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে বলেও জানান অভিষেক।

আরোও পড়ুন : ভোটের আগে বিরাট চমক, বাংলায় আবাস যোজনা নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র! লটারি লাগছে এদের

এদিকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বেশ কয়েকটি ক্ষেত্রে একটি জব কার্ডের বিপরীতে একই পরিবারে একাধিক কর্মী রয়েছেন, যাঁরা ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত। হিসেব অনুযায়ী, মোট ৫৭ লক্ষ মানুষ এই সুবিধা পাবেন। তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন যে, ১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা সমাবেশ করা হবে।

রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “একশো দিনের টাকা বকেয়া রয়েছে ৷ কেন্দ্রের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। তারা না দিলে তো শ্রমিকরা অভুক্ত থাকতে পারে না । এজন্য মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাসমতো কষ্ট করেও সেই টাকা মানুষকে দেওয়া হচ্ছে ।”

cv5hfqkg mamata banerjee 625x300 18 february 24

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের ‘অত্যাচারের’ বিরুদ্ধে সোচ্চার হতেই তাদের এই মেগা সমাবেশ। এদিকে জিটিএ চিফ এগজিকিউটিভ অনিত থাপা বলেন, “এই কেন্দ্র সরকার আগেও শ্রমিক ও গরিবদের কথা চিন্তা করেনি। এবারও করেনি। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে শ্রমিকদের মুখে হাসি ফোটাবার জন্য।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর