বাংলা হান্ট ডেস্কঃ বাড়িতে কি মশার প্রচণ্ড উপদ্রব? কোনোভাবেই কি এগুলিকে ঘরে ঢোকা থেকে আটকাতে পারেন না এবং স্বাভাবিকভাবেই এর ফলে আপনি চিন্তায় থাকবেন যে কিভাবে মশা বাহিত রোগের হাত থেকে নিজেকে এবং বাড়ির সন্তানদের রক্ষা করবেন, তবে সেই চিন্তা দূর করতে রইলো আমাদের এই প্রতিবেদনটি। এখানে আপনি এমন এক যন্ত্রের সম্পর্কে জানতে পারবেন যেটি বাড়িতে আনলে খুব অল্প খরচে আপনি রক্ষা পাবেন ম্যালেরিয়া, ডেঙ্গু এবং একাধিক রোগের হাত থেকে।
শীতকাল পেরিয়ে গরম এসেছে ফলে আমাদের প্রধান চিন্তার বিষয় দাঁড়িয়েছে মশার উপদ্রব। সন্ধেবেলা জানালা খুলতেই সঙ্গে সঙ্গে মশাদের আক্রমণ শুরু হয় প্রতিটি ঘরে। এর আগে মশার হাত থেকে বাঁচার জন্য আমাদের ভরসা ছিলো ধূপকাঠি কিংবা গুডনাইট এর মত প্রোডাক্টগুলি। কিন্তু এগুলি 100% কার্যকর যে হবে, তা বলা যায় না এবং এই প্রোডাক্টটা গুলিতে যেসকল কেমিক্যাল ব্যবহার করা হয়, সেগুলি মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকর। তাই বর্তমানে মার্কেটে এলো একটি পরিবেশ বান্ধব যন্ত্র যা অনেকটা ব্লুটুথ স্পিকার এর মত দেখতে। এবং এর নাম ইকো ফ্রেন্ডলি ইলেকট্রিক এলইডি মসকুইটো কিলার ট্রাম্প ল্যাম্প।
যন্ত্রটি আকারে ছোট হলেও এটির কার্যকারিতা অপরিসীম বলে জানা যাচ্ছে। এটি আপনি যেকোনো ই-কমার্স সাইটে পেয়ে যাবেন, তাও আবার মাত্র 273 টাকায়। ফলে এবার থেকে খুব কম টাকায় আপনি বাঁচতে পারবেন মশাদের আক্রমণের হাত থেকে।
যন্ত্রটির কার্যপদ্ধতির ব্যাপারে আলোচনা করলে বলতে হবে যে, মেশিনটির ভেতর একটি এলইডি ল্যাম্প রয়েছে। বলা হচ্ছে, এই আলোটি মশাদের আকৃষ্ট করবে এবং তা মেশিনের কাছে চলে আসলে এতে ব্যবহৃত ফ্যানের মাধ্যমে তারা মেশিনটির ভেতরে প্রবেশ করবে এবং দ্রুত তাদের প্রাণ হারাবে।