অভিষেকের ‘নবজোয়ারে’ দুই জেলা মিলিয়ে ২৯২টি তাঁবু, কত লক্ষের খরচ? শুনলে ভীমরি খেতে বাধ্য

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ‘তৃণমূলের নবজোয়ার’ নিয়ে হাজির শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটপূর্বে আজ থেকে শুরু করে গোটা ২ মাস রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করবেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবেন মানুষের দুয়ারে। তাঁবুতে দলীয় কর্মীদের সঙ্গে রাতযাপন করবেন অভিষেক। প্রথম চারদিন তার জনসংযোগ কোচবিহার (Coochbehar) ও আলিপুরদুয়ার (Alipurduar) এই দুই জেলায়।

যুবরাজ আসছেন বলে কথা, জোর কদমে চলছে তাকে বরণ করার প্রস্তুতি। দুই জেলায় মাঠজুড়ে তাঁবুর সারি, স্টিলের খাট, বড় বড় পেডেস্টাল ফ্যান সবমিলিয়ে এলাহী ব্যবস্থা। দুই জেলার তৃণমূলের নেতা ও পুলিশকর্তাদের এখন নিঃশ্বাস ফেলার জো নেই। অভিষেকের রাত্রিবাসের জন্য দুই জেলা মিলিয়ে চারটি মাঠে প্রায় ২৯২টি তাঁবু ফেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

কোথা থেকে আসছে এত তাঁবু? জানা গিয়েছে একসঙ্গে এত তাঁবু পাতার বরাত পেয়েছে উত্তরবঙ্গের বাইরের ঠিকাদাররা। কোচবিহারের মাথাভাঙ্গায় তাঁবু পাতার কাজের দায়িত্ব পেয়েছে দিল্লির সংস্থা এনকে কাপুর প্রাইভেট লিমিটেড। সে তাঁবু দেখলে চোখ কপালে উঠবে। সাদা রঙের তাঁবু, ভেতর থাকছে আলো, স্টিলের খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান। নীচে পাতা ঝকঝকে কার্পেট। মাঠ জুড়ে সিসিটিভি ক্যামেরার নজরদারি।

abhishek banerjee

এত এলাহী সব ব্যবস্থা, খরচও বেশ অনেকটাই হবে! এটাই ভাবছেন? তবে শুনুন, শুধুমাত্র দুই জেলায় অভিষেকের তাঁবুর ভাড়া বাবদই খরচ হবে ৭৩ লক্ষ টাকা। তাঁবুর ঠিকাদার সংস্থার এক কর্মীর কাছ থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর এই সংখ্যা। জানা গিয়েছে, প্রতিটি তাঁবুর দাম প্রায় দেড় লক্ষ টাকা। যার একদিনের ভাড়া ২৫ হাজার টাকা। আর অন্যান্য খরচা তো এখনও ছোঁয়াই হয়নি।

সোমবার যখন এই প্রতিবেদন লেখা হচ্ছে তখন বামনহাটে ১৪টি, মাথাভাঙ্গার দুটি মাঠে ১০০টি ও তুফানগঞ্জের এসএসের মাঠে ৬৮টি তাঁবু পাতার কাজ প্রায় শেষ। দিনহাটার বামনহাটে সেন্ট্রাল কলোনির মাঠ, ২৫ তারিখ মাথাভাঙ্গার কলেজের মাঠ, ২৬ এপ্রিল তুফানগঞ্জের এসএসের মাঠ এবং তার পরেরদিন আলিপুরদুয়ার জেলায় গ্যারগান্ডা নদীর ধারের মাঠে রাত কাটাবেন যুবরাজ। বর্তমানে দুই জেলায় নিরাপত্তা তুঙ্গে। পঞ্চায়েত ভোটের আছে আজ থেকে আগামী দুমাস এভাবে রাত দিন এক করে জনসংযোগ চলবে অভিষেকের।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর