কাল ও চলেছে মৃগনয়নি উমা শারদ সন্মানের দ্বিতীয় রাউন্ডের জাজমেন্ট। চলবে আজও।

বাংলা হান্ট ডেস্ক: যতই মেঘ রোদ্দুর উকি ঝুঁকি খেলুক, যতই মেঘলা আকাশ ঝরাক বরিষ ধারা। কিন্তু তাও, বাঙালির কাছে একটাই সত্যি এখন, পুজো আসছে।আজ ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়ার সুর সূচনা করে দিয়েছে পুজোর।  তাল মেলাতে তৈরি বাঙালিও। রাস্তার মোড়ে মোড়ে সেজে উঠছে মণ্ডপ, শহর কলকাতা মুড়ে যাচ্ছে আলোর রোশনাই তে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, চলছে চূড়ান্ত ব্যস্ততা। কোথাও থিম, কোথাও বারোয়ারি। থিম পুজোর উদ্যোক্তা থেকে শিল্পীরা শেষ মুহূর্তের ব্যস্ততায় মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলছে তাদের অভাবনীয় সব ভাবনা। রক্ত জল করে দিনরাত পরিশ্রম করেছে শিল্পীরা। তার তো একটাই কারণ, বাড়িতে আসছে উমা। আর কলকাতায় আসছে উমা শারদ সন্মানের ২০১৯।

CollageMaker 20190928 120725428

 

গতকাল উমা শারদ সন্মানের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের ভিজিট সম্পূর্ণ হলো। গতকাল কলকাতার মোট পাঁচটি জায়গায় দশ জন জাজ গিয়ে সেখানকার পুজো গুলোকে পরিদর্শন করে আসে।এইদিন বরানগর, মানিকতলা, কাকুরগাছি র পুজো, কেষ্টপুর ,বাগুইহাটি উত্তর কলকাতার পুজো গুলো দেখে নিয়ে জাজেস রা তাদের পছন্দ দেখে নিয়েছেন।ভিজিট হয়চ্ছে দমদম পার্কের পুজো গুলো, নোয়াপাড়া দাদা ভাই সংঘের পুজো, পাটু লি অঞ্চলের পুজো,  নাক তলা উদয়ন সংঘ র মতন কলকাতার নামকরা পুজোগুলি।পাঁচটি মহিলা বিচারক গোষ্ঠী তাদের চোখে সেরা পুজো গুলোকে বেছে নিয়েছেন।  সল্টলেক সহ আরো কিছু অঞ্চলের ভিজিট সম্পূর্ণ হবে। মৃগনয়নি উমা শারদ সন্মানের চতুর্থ বর্ষে দ্বিতীয় রাউন্ডে ২২০ র ও বেশী পুজো উঠে এসেছে। গত দুদিন হয় এই দ্বিতীয় রাউন্ডের ভিজিট, আজও চলবে উমা শারদ সন্মানের দ্বিতীয় রাউন্ডের ভিজিট। ক্লাব উদ্যোক্তাদের মধ্যে দেখা যাচ্ছে তুমুল উৎসাহ যা না বললেই নয়। সুতরাং বোঝাই যাচ্ছে কলকাতার বুকে উমা শারদ সন্মানের জন্য তৈরি হয়ে গেছে হাড্ডাহাড্ডি লড়াই। চড়ছে পারদ।

সম্পর্কিত খবর