বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের (Afghanistan) মধ্যে বেশ কয়েকদিন ধরে সামরিক সংঘর্ষ চলছে। গত সপ্তাহে ইসলামাবাদ কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ঘাঁটিতে হামলা চালানোর পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। তবে, গত ৮ অক্টোবর থেকে চলমান সংঘাতের পর বুধবার সন্ধ্যায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যদিও, শুক্রবার রাতে আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনী পাকটিকা প্রদেশে আবাসিক বাড়িগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় একাধিক তরুণ ক্রিকেটার প্রাণ হারিয়েছেন।
আফগানিস্তানে (Afghanistan) ফের হামলা চালিয়েছে পাকিস্তান:
৩ জন আফগান ক্রিকেটার নিহত: পাকটিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় আফগান ক্রিকেট যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তানের (Afghanistan) ৩ জন স্থানীয় ক্লাব ক্রিকেটার নিহত হয়েছেন এবং আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কবির, সিবঘাতুল্লাহ এবং হারুনও রয়েছেন। জানা গিয়েছে যে, প্রাদেশিক রাজধানী শারানায় একটি স্থানীয় টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে খেলোয়াড়রা যখন আরগুন জেলায় ফিরে আসেন, তখন এই ঘটনা ঘটে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত খেলোয়াড়দের আফগান ক্রিকেটের “ভবিষ্যতের নায়ক” হিসেবে বর্ণনা করেছে। একইসঙ্গে, আফগান তারকা খেলোয়াড়রা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
Statement of Condolence
The Afghanistan Cricket Board expresses its deepest sorrow and grief over the tragic martyrdom of the brave cricketers from Urgun District in Paktika Province, who were targeted this evening in a cowardly attack carried out by the Pakistani regime.
In… pic.twitter.com/YkenImtuVR
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 17, 2025
শুধু তাই নয়, পাকটিকা বিমান হামলায় দেশীয় খেলোয়াড়দের মৃত্যুর পর, আফগানিস্তান (Afghanistan) ক্রিকেট বোর্ড (এসিবি) পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ত্রিদেশীয় T20 সিরিজটি আগামী নভেম্বরে সম্পন্ন হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: মাত্র ৬ মাসেই মিলেছে ৬২ শতাংশের রিটার্ন! ডিফেন্স সেক্টরের এই কোম্পানির স্টকে রকেটের গতি
তারকা খেলোয়াড়রা শোক প্রকাশ করেছেন: ইতিমধ্যেই আফগান (Afghanistan) ফাস্ট বোলার ফজলহক ফারুকী ইনস্টাগ্রামে একটি পোস্টে এই হামলার নিন্দা জানিয়ে লিখেছেন, “এই নিপীড়কদের দ্বারা নিরীহ অসামরিক নাগরিক এবং আমাদের ঘরোয়া ক্রিকেট খেলোয়াড়দের হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। আল্লাহ শহিদদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, এবং অপরাধীদের সাজা দিয়ে তাদের তাঁর ক্রোধের শিকার করুন। ক্রীড়াবিদ এবং অসামরিক নাগরিকদের হত্যা সম্মানের বিষয় নয়, বরং একটি গুরুতর অপমান। আফগানিস্তান দীর্ঘজীবী হোক!”
I am deeply saddened by the loss of civilian lives in the recent Pakistani aerial strikes on Afghanistan. A tragedy that claimed the lives of women, children, and aspiring young cricketers who dreamed of representing their nation on the world stage.
It is absolutely immoral and…
— Rashid Khan (@rashidkhan_19) October 17, 2025
এদিকে, রশিদ খান লিখেছেন, “আফগানিস্তানে (Afghanistan) সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় অসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এটি এমন একটি ট্র্যাজেডি যা বিশ্ব মঞ্চে তাদের দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন এমন নারী, শিশু এবং তরুণ ক্রিকেটারদের প্রাণ কেড়ে নিয়েছে। অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা একেবারেই বর্বর। পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচ থেকে ACB-র প্রত্যাহারের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি; আমাদের জাতীয় মর্যাদাকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত।”