নিজের হাতে ধরে তৈরি করেছিলেন কোহলি! এখন রোহিত শর্মাকে বিশ্বকাপ জেতাবেন এই ৩ ক্রিকেটার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) সীমিত ওভারের ক্রিকেটে ৬ বছর ভারতের অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্বর সময়ে ভারতীয় দল একবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলেছে, একবার ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছেছিল আর একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। কিন্তু কোনও আইসিসি ট্রফি আসেনি তার অধিনায়কত্বে।

কিন্তু তার সময়ে ভারতীয় দল কিছু তরুণ ক্রিকেটারকে পেয়েছে যারা ধীরে ধীরে এখন ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। আর আসন্ন ওডিআই বিশ্বকাপ জিততে এই ক্রিকেটারদের ওপর নির্ভর করতে হবে রোহিত শর্মাকে। দেখে নেওয়া যাক এমনই কিছু তারকাকে।

কুলদীপ যাদব: কোহলির অধিনায়কত্বে তিনি ভারতীয় দলে নিয়মিত হয়ে উঠেছিলেন। প্রাথমিকভাবে উইকেটের পেছনে থেকে ধোনির সাহচর্য পেয়ে তিনি আরও ভয়ঙ্কর অপশন হয়ে উঠেছিলেন। এখন তিনি রোহিত শর্মার হাতের সবচেয়ে বড় অস্ত্র।

shardul virat

শার্দূল ঠাকুর: ২০১৭ সালে যখন আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন আর আজকের শার্দূলের মধ্যে তফাৎ আকাশ এবং পাতালের। তিনি কোহলির নেতৃত্বে নিজেকে অনেক পরিণত করে তুলেছেন এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তোলার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ইনিংস খেলতে সক্ষম তিনি। বিশ্বকাপ জিততে হলে তাকে স্কোয়ার্ডে রাখতেই হবে রোহিতকে।

আরও পড়ুন: পাকিস্তানের সবচেয়ে বড় দুর্বলতাই এখন তাদের শক্তি! এশিয়া কাপে নামার আগে চিন্তায় রোহিতরা

siraj kohli

মহম্মদ সিরাজ: এই মুহূর্তে নতুন বল হাতে ভারতের সবচেয়ে বড় ভরসার নাম। অথচ কেরিয়ারের শুরুতে তার ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না সমর্থকরা। কিন্তু বিরাট কোহলি প্রতিমুহূর্তে তাকে ভরসা যুগিয়ে গিয়েছেন। গত এক বছর ধরে অসাধারণ ছন্দে রয়েছেন সিরাজ। রোহিত শর্মার ভারতীয় দল এখন তাকে ছাড়া অসম্পূর্ণ।

 

সম্পর্কিত খবর

X