সেরা T20 টিম বাছলেন দানিশ কানেরিয়া, রোহিত-রাহুলকে বাদ দিয়ে দলে নিলেন এই তিন ভারতীয়কে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই ব্যাপারে কারোরই সন্দেহ নেই যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্বের শ্রেষ্ঠ তারকা ব্যাটারদের মধ্যে দুজন। দুজনেই ভারতীয় দলের বহুযুদ্ধের সৈনিক। কিন্তু ভাবুন তো একটি বিশ্বসেরা একাদশ যেখানে জায়গা পান না দুজনের মধ্যে একজনও। এমনই বিশ্বসেরা একাদশ বেছেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি তার তার সেরা টি টোয়েন্টি দল বেছে নিয়েছেন এবং ৩ জন ভারতীয় ক্রিকেটারকে জায়গাও দিয়েছেন কিন্তু জায়গা

দানিশ কানেরিয়া তার ইউটিউব চ্যানেলে এই দল নির্বাচন করেছেন। ওপেনার হিসেবে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে রেখেছেন কানেরিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপে রিজওয়ান ও বাবরের দুর্দান্ত পারফরম্যান্সই ছিল এর কারণ বলে তিনি জানিয়েছেন। তিনি ইংল্যান্ডের জস বাটলারকে, যিনি টি টোয়েন্টি বিশ্বকাপে শতরান করেছিলেন তাকে ৩ নম্বরে রেখেছেন। সাম্প্রতিক অতীতে এই তারকাদের পারফরম্যান্স মারাত্মক। এই কারণেই জায়গা পাননি কোহলি ও রোহিত।

IMG 20210920 111927

কানেরিয়া নিজের দলে চার অলরাউন্ডারকে জায়গা দিয়েছেন। চারজনই ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারের অংশ। এই চারজন হলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ভারতের রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে। একই সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। পেসারদের মধ্যে পাকিস্তানের বাঁ-হাতি তরুণ, শাহীন আফ্রিদিকে বেছে নিয়েছেন কানেরিয়া। তার সঙ্গী হিসেবে আর এক বাঁ-হাতি পেসার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট-কে জায়গা দিয়েছেন তিনি এবং তৃতীয় পেসার হিসাবে ইয়র্কার মাস্টার যশপ্রিত বুমরাকে বেছে নেন তিনি। সেই সঙ্গে টুয়েলভথ ম্যান হিসেবেও আর এক ভারতীয় রিশভ পন্থ-কে জায়গা দিয়েছেন তিনি।

কানেরিয়ার সেরা একাদশ:
মহম্মদ রিজওয়ান, বাবর আজম, জস বাটলার, মিচেল মার্শ, লিয়াম লিভিংস্টোন, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শাহীন শাহ আফ্রিদি, ট্রেন্ট বোল্ট, যশপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা।

দ্বাদশ ব্যক্তি: রিশভ পন্থ

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর