বাংলাহান্ট ডেস্ক: বিহারের বিখ্যাত রাজনৈতিক পরিবার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বাড়িতে যে ফাটল দীর্ঘদিন ধরেই চওড়া হচ্ছিল, তা যেন গত দুই দিনে প্রকাশ্যে বিস্ফোরিত হয়ে উঠল। শনিবারই দল এবং পরিবারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন লালুকন্যা রোহিণী আচার্য। রবিবার আরও নাটকীয় মোড়, লালুর আরও তিন কন্যা—রাজলক্ষ্মী, রাগিনী ও চান্দা—সন্তানদের নিয়ে পাটনার বাড়ি ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। কোনও আনুষ্ঠানিক মন্তব্য না করলেও তাঁদের এই সিদ্ধান্তে পরিবারের অন্দরের অশান্তি আরও প্রকট হয়ে উঠেছে।
লালু প্রসাদের (Lalu Prasad Yadav) পরিবারে বড়সড় ফাটল!
লালুকন্যা (Lalu Prasad Yadav) রোহিণীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁকে অপমানের শিকার হতে হয়েছে। সমাজমাধ্যমে এক বিস্ফোরক পোস্টে তিনি বলেন, তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল, এমনকি তাঁকে মারার উদ্দেশ্যে জুতো তুলেছিল পরিবারেই কেউ। যদিও তিনি কোনও নির্দিষ্ট নাম উল্লেখ করেননি। নিজের আক্ষেপ প্রকাশ করে রোহিণী লিখেছেন, “আমি আত্মসম্মানের সঙ্গে কখনও আপস করিনি। সত্যকে বিসর্জন দিইনি। তাই আজ এই অপমানের বোঝা বইতে হচ্ছে। গতকাল এক অসহায় মেয়ে তাঁর ক্রন্দনরত বাবা-মা-বোনদের ছেড়ে চলে এসেছে। আমাকে অনাথ করে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:TATP ব্যবহারের সন্দেহ দিল্লি বিস্ফোরণে, জম্মু ও কাশ্মীর থেকে আটক মহিলা চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রোহিণীর ক্ষোভ নতুন নয়। কয়েক মাস ধরেই তাঁর দল এবং পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছিল। তিনি প্রকাশ্যে একাধিকবার দলের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি নিজের বাবা লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav), ভাই তেজস্বী যাদব-সহ আরজেডির গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলকেও ‘আনফলো’ করেছিলেন রোহিণী। কিডনি প্রতিস্থাপন নিয়ে তাঁকে লক্ষ্য করে উঠেছিল নানা বিতর্কও। যাঁরা দাবি করেছিলেন তিনি বাবাকে কিডনি দেননি, তাঁদের উদ্দেশে ক্ষুব্ধ রোহিণী বলেছিলেন, এই ধরনের মিথ্যা অভিযোগ শুধু তাঁকে নয়, দেশের সমস্ত নারী—মা, বোন, কন্যাকে অপমান করে।
পরিবারের অন্যান্য সদস্যরা যদিও এতদিন নীরব ছিলেন, কিন্তু শনিবারের ঘটনার পর রবিবার রাজলক্ষ্মী, রাগিনী ও চান্দার বাড়ি ছাড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাঁরা পাটনা ত্যাগ করলেও কোনও বিবৃতি দেননি। হঠাৎ করে দিল্লি পাড়ি দেওয়ার কারণ নিয়েও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। তবে রাজনৈতিক মহলের মতে, লালু পরিবারের দীর্ঘদিনের অভ্যন্তরীণ ক্ষমতার টানাপোড়েন এবার প্রকাশ্যে এসে পড়েছে।

আরও পড়ুন: মাওবাদী দমনে জোরদার অভিযান, সুকমায় খতম কুখ্যাত তিন জঙ্গি, মাথার দাম কত ছিল জানেন?
লালুপুত্র তেজস্বী যাদব বা পরিবারের অন্য কেউ এখনও পর্যন্ত এই ফাটল নিয়ে মন্তব্য করেননি। তবে একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, আরজেডির ভিতরে এবং লালুর নিজের বাড়িতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা আগামী দিনে বিহারের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। পরিবারের এই অস্থির পরিস্থিতির মাঝেই নজর এখন লালুপ্রসাদ যাদবের পরবর্তী পদক্ষেপের দিকে।












