বাংলাহান্ট ডেস্ক: ফের একবার পরিচালক রাজ চক্রবর্তীর (raj chakraborty) নাম করে সোশ্যাল মিডিয়ায় উঠল প্রতারণার অভিযোগ। টলিউডের এই পরিচালকের নাম করে ভুয়ো ফেসবুক প্রোফাইল (fake profile) খুলে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। কসবা থানায় অভিযোগ জানাতে পুলিসের জালে ধরাও পড়েছেন কয়েকজন।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে রাজ চক্রবর্তীর নামে একটি ভুয়ো প্রোফাইল খুলে সেখানে বাংলা সিরিয়ালের জন্য শিশু অভিনেতার অডিশনের খবর দেওয়া হয়। পোস্টটি দেখে ও প্রোফাইলটাকে পরিচালকেরই ভেবে অনেকেই অডিশনে গিয়েছিলেন তাদের ছেলে মেয়েদের নিয়ে।
পরে তাদের মধ্যে কয়েকজনকে ওই ভুয়ো প্রোফাইল থেকে যোগাযোগ করা হয়। বলা হয়, টাকা দিলেই সিরিয়ালে মিলবে অভিনয়ের সুযোগ। জানা যায়, এরপর কয়েকজন অভিভাবক পোস্টে উল্লিখিত চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
তাদের অভিযোগ শুনে চ্যানেল কর্তৃপক্ষ রাজকে পুরো বিষয়টি জানান। ওই অভিভাবকদের থেকে ভুয়ো ব্যক্তির ফোন নম্বর নিয়ে নিজের টিমকে দিয়ে তাদের ফাঁদে ফেলেন রাজ। তাদেরকে ডেকে এনে কথা বলানো হয় অভিভাবকদের সঙ্গে। চাপে পড়ে প্রতারকরা স্বীকার করে নেন সবকিছু।
এরপরেই শনিবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজ চক্রবর্তী। স্বর্ণালী ঘোষ, রাজু নাথ ও দীপক কুণ্ডু নামে তিনজনকে আটক করে পুলিস। রাজ সকলকে সতর্ক করে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় কারোর টোপে পা না দিতে। তিনি কারোর সঙ্গেই ব্যক্তিগত চ্যাট করেন না। তাই এইসব ভুয়ো ব্যক্তিদের হাত থেকে সাবধানে থাকতে।
https://www.facebook.com/478829545502654/posts/3560199160698995/?sfnsn=wiwspmo&extid=a
এর আগেও রাজের নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে চলছিল মেয়েদের প্রেমের জালে ফাঁসানোর কাজ। খবর পেতেই তড়িঘড়ি অনুরাগীদের সতর্ক করেন রাজ। জানা যায়, ‘ট্যানট্যান’ নামক ডেটিং অ্যাপে খোলা হয় রাজ চক্রবর্তীর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট। শুধু তাই নয়, বিষয়টা আরও বিশ্বাসযোগ্য করে তুলতে অ্যাকাউন্টে লাগানো হয় ভেরিফায়েড ট্যাগ। স্বাভাবিক ভাবেই পরিচালকের মহিলা অনুরাগীদের মনোযোগ কাড়তে সক্ষম হয় ভুয়ো অ্যাকাউন্টটি।
শুরু হয় মেয়েদের সঙ্গে গল্প। আর ডেটিং অ্যাপ হওয়ার সুবাদে ‘রসালো’ গল্পও চলতে থাকে অবাধে। খবরটি জানতে পেরেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সতর্ক করেন পরিচালক।
ওই ভুয়ো অ্যাকাউন্টের সঙ্গে এক মহিলার কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘Tantan নামক একটি ডেটিং অ্যাপে আমার একটি Verified Fake প্রোফাইল পাওয়া গেছে। ওটা আমি নই, এরকম অনেক প্রোফাইলও আছে চারিপাশে। আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের সচেতন করার চেষ্টা করি।’