বাংলা হান্ট ডেস্ক : চলতি অক্টোবর মাসেই দেশের তিন রাজ্যের বিধানসভা উপ নির্বাচন সম্পন্ন হতে চলেছে। উত্সবের মরশুমেই পশ্চিমবঙ্গের খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ এবং মহারাষ্ট্র ও হরিয়ানায় উপনির্বাচন হবে। দীর্ঘ প্রতীক্ষার শেষে শনিবার দিন ঘোষিত হল। সূত্রের খবর পশ্চিমবঙ্গের ওই তিন বিধানসভায় 21 অক্টোবর তারিখে নির্বাচন হবে এবং ফল প্রকাশিত হবে 24 অক্টোবর তারিখে। অন্যদিকে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা উপনির্বাচন হবে ওই 21 অক্টোবর তারিখেই। শনিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনরাজ্যের বিধানসভা উপ নির্বাচনের নির্ঘন্ট জানিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের খড়গপুর বিধানসভায় আগে বিধায়ক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি সাংসদ হয়ে গিয়েছেন। তাই তার পদ শূন্য। কালিয়াগঞ্জের ক্ষেত্রেও একই অবস্থা। বিধায়ক মহুয়া মৈত্র সাংসদ হয়েছে। আবার করিমপুরে বিধায়ক তথা কংগ্রেস নেতা প্রমথনাথ রায়ের মৃত্যুতে সেই আসন ফাঁকা হয়ে গিয়েছে। তাই ওি তিন বিধানসভায় উপনির্বাচনের মাধ্যমে আবারও বিধায়ক নির্বাচন করতে চলেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে হরিয়ানা ও মহারাষ্ট্রের ক্ষেত্রেও পায় একই অবস্থা। তবে এই তিন রাজ্য ছাড়াও কর্নাটক, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিসগঢ়, অসম, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরল, মধ্য প্রদেশ, মেঘালয়, ওড়িশা, পুদুচেরি, পঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে উপনির্বাচন হবে।
উল্লেখ্য, এবারের বিধানসভা উপনির্বাচনে খড়গপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর হয়ে সমর্থন করবে বামেরা। শুধু সমর্থনই নয় প্রচারও চালাবেন বলে খবর। আবার মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বাঁধতে চলেছে শিবসেনা। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই যে হতে চলেছে তা বলাই বাহুল্য।