বাংলাহান্ট ডেস্ক : ফিরে এল ২০১৫ সালের সেই স্মৃতি। ভয়ংকর ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার একাধিকবার কম্পন অনুভূত হল ভারতের প্রতিবেশী দেশটিতে। গত ২৪ ঘণ্টায় মোট তিনবার কম্পন অনুভূত হয়েছে নেপালে (Nepal)। এমনই জানিয়েছে সে দেশের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার। এই ভূমিকম্পে এখনও অবধি ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালের পশ্চিমভাগে এই ভূমিকম্পগুলি অনুভূত হয়েছে। গতকাল মোট তিনবার কম্পন অনুভূত হয়। এরমধ্যে দুটি ভূমিকম্প এবং শেষেরটি ছিল আফটার শক। সূত্রে খবর, রাত ৯ টা ৭ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। সেই সময় ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। এরপরের কম্পনটি অনুভূত হয় রাত ৯টা ৫৬ মিনিট নাগাদ। এইসময় কম্পনের মাত্রা ছিল ৪.১। তবে জানা যাচ্ছে, সবথেকে বেশি শক্তিশালী ছিল তৃতীয় ভূমিকম্পটিই। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাত ২টো ১২ মিনিট নাগাদ।
ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নেপালের দোতি জেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একটি বাড়ি ভেঙে পড়ে এই তিনজনের মৃত্যু হয়। দোতি জেলার পূর্বিচৌকি গ্রাম পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ উপাধ্যায় জানান, ‘রাত ২.১২ মিনিট নাগাদ তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। এই ভূমিকম্পের জেরে গৌরাগাঁওয়ে একটি বাড়ি ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।’
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে,ভূমিকম্পের উৎসস্থল নেপালের মণিপুর। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। নেপাল প্রশাসনের পক্ষ থেকে এখনও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানানো হয়নি। তবে বেশ কিছু অংশে, বিশেষ করে নেপালের পশ্চিমভাগে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে।