বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই একের পর এক নজির তৈরি করছে অযোধ্যায় (Ayodhya) নির্মীয়মান রাম মন্দির (Ram Mandir)। ঠিক সেই আবহেই এবার জানা গেল যে, মন্দিরের জন্য সংগ্রহ করা আর্থিক অনুদানের পরিমান বেড়েছে প্রায় ৩ গুণ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের এক আধিকারিক এই বিষয়টি জানিয়েছেন।
পাশাপাশি, তিনি বলেছেন যে, রাম জন্মভূমিতে আগত ভক্তরা প্রচুর পরিমানে নগদ অর্থ দান করছেন। ট্রাস্টের অফিস ইনচার্জ প্রকাশ গুপ্তা জানান, অনুদান বাক্স থেকে বের হওয়া টাকা গণনা ও জমা করার জন্য নিযুক্ত ব্যাঙ্কের আধিকারিকরা ট্রাস্টকে জানিয়েছেন, আগের তুলনায় অনুদানের পরিমান ৩ গুণ বৃদ্ধি পেয়েছে।
এছাড়াও, তিনি আরও জানান, রাম মন্দিরের জন্য অনুদান বাক্স থেকে একবারে যে টাকা তোলা হয় তা গণনা করতে ১৫ দিন সময় লাগে। এমতাবস্থায়, মাত্র ১৫ দিনেই অনুদানের পরিমান বেড়ে এক কোটি টাকায় পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, রাম মন্দিরের দান বাক্স প্রতি ১০ দিন অন্তর খোলা হয়।
টাকা গুনতে SBI-এর দু’জন কর্মীকে নিযুক্ত করা হয়: প্রকাশ গুপ্তার মতে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাম মন্দিরের দান বাক্সে থাকা অর্থ গণনা করার জন্য এবং গণনার পরে সেই অর্থ ব্যাঙ্কে জমা করার জন্য দুই কর্মচারীকে নিয়োগ করেছে। পাশাপাশি, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এই প্রসঙ্গে জানিয়েছেন, যে রাম মন্দিরের জন্য অনুদানের পরিমান দ্রুত বাড়ছে।
এদিকে, সামগ্রিক পরিস্থিতির ওপর বিবেচনা করে আসন্ন সময়ে রাম মন্দিরে তিরুপতি বালাজি মন্দিরের মতো ব্যবস্থা করার প্রসঙ্গটিও সামনে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, তিরুপতি বালাজি মন্দিরে ভক্তদের দান করা অর্থ গণনা করার জন্য সেখানকার কর্মীচারীদেরকেই নিযুক্ত করা হয়েছে। তাঁরা প্রতিদিন এই অর্থ গণনা করেন।