পরনের শাড়ি দিয়েই ডুবতে থাকা দুটি ছেলেকে বাঁচালেন ৩ মহিলা, দেশজুড়ে প্রশংসার বন্যা

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহুর্তে দেশজুড়ে তামিলনাড়ুর (tamilnadu) তিন মহিলার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। তামিলনাড়ুর সেন্টমিজ সেলভী (৩৮), মুথামাল (৩৪) এবং অনন্তবল্লি (৩৪) তাদের পরনের শাড়ি খুলে নদীতে ডুবে থাকা দুটি ছেলেকে উদ্ধার করে অসম্ভব সাহসিকতার পরিচয় দিয়েছেন।

images 68 4
ছবি প্রতীকী

জানা যাচ্ছে, ৬ আগস্ট, যখন সিরুবাচুর গ্রামের ১২ জন ছেলে কোটরাই গ্রামে ক্রিকেট খেলতে যায়। খেলার পরে তারা সবাই মিলে কাছের কোতারাই বাঁধে স্নান করতে যায়। ধারাবাহিক বৃষ্টির কারণে বাঁধের জল ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত পৌঁছেছে। ঐ তিন মহিলা তখন সেখানে কাপড় ধুচ্ছিলেন। তারা ছেলেদের বাঁধের জলে নামতে বারন করেন।

জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসেকে দেওয়া সাক্ষাৎকারে ঐ মহিলারা বলেন, হঠাৎই কোনওভাবে চারটি ছেলে পিছলে গিয়ে বাঁধের জলে পড়ে যায়। তারা তখন কোনো কিছু চিন্তা না করেই তাদের পরনের শাড়ি খুলে সাহায্যের জন্য জলে ফেলে দিয়েছিলাম। দুটি ছেলে সেই শাড়ি ধরে তীরে ফিরে এলেও, অন্য দুজন তলিয়ে যায়। তারা জানায় তারা নিজেরাও জলে নেমেছিলেন। কিন্তু কোনোভাবেই বাকি দুই ছেলেকে উদ্ধার করতে পারেনি।

সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তিন মহিলার প্রশংসায় পঞ্চমুখ হয় নেটপাড়া। একই সাথে বাকি দুটি ছেলের জন্য দুঃখ প্রকাশও করেছেন নেটাগরিকরা। কিছু সময় পর দুটি ছেলের দেহ উদ্ধার হয় জল থেকে। মৃতদের শনাক্ত করা হয়েছে। জানা গিয়েছে তাদের নাম পুরান ( ১৭ বছর) এবং রঞ্জিত (২৫ বছর)।

 

 

সম্পর্কিত খবর