বাংলাহান্ট ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে ভারতে উন্মাদনা কম নেই। কিন্তু এই বন্দে ভারতই এ বার প্রাণ কাড়ল একটি ৩ বছর বয়সি শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের রোপার এলাকার কিরাতপুর সাহিবে। হিমাচল প্রদেশের উনা থেকে নয়াদিল্লিগামী একটি বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় ওই শিশু প্রাণ হারিয়েছে বলে খবর।
জানা গিয়েছে, মঙ্গলবার বাবার সঙ্গে রেল লাইন পার হচ্ছিল ওই শিশুটি। কিন্তু মেয়েটির বাবা লাইন পার হতে পারলেও সে কোনও ভাবে তা করে উঠতে পারেনি। মেয়েটির বাবাও জানতেন না যে মেয়ে তাঁকে অনুসরণ করছেন। ঠিক তখনই ওই লাইনে চলে আসে নয়াদিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস। এর ফলে ট্রেনের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় শিশুটির দেহ।
গত নভেম্বরেও গুজরাটের আনন্দে একটি বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক মহিলার। গান্ধীনগর থেকে মুম্বইগামী বন্দে ভারতের ধাক্কায় প্রাণ গিয়েছিল ওই মহিলার। জানিয়ে রাখি, বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ায় হিমাচলের উনা থেকে নয়াদিল্লি যাওয়ার সময়কাল ২ ঘণ্টা কমেছে। আম্ব আন্দৌরা থেকে নয়াদিল্লি অবধি চলে এই ট্রেন। এটি দেশের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস।
চলতি বছরের অক্টোবর থেকে ২২৪৪৭৭/২২৪৪৮৮ নয়াদিল্লি-আম্ব আন্দৌরা- নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস চলা শুরু করেছে। শুক্রবার বাদে সপ্তাহে ছ’দিন চলে এই ট্রেনটি। ১৬টি বগি সম্পন্ন এই ট্রেনে রয়েছে এক্সিকিউটিভ ক্লাস ও চেয়ার কার কামরা। অক্টোবরের ১৩ তারিখ উনা থেকে নয়াদিল্লিগামী এই ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই রুটে বন্দে ভারত ২.০ ট্রেনটিকে চালু করা হয়েছে। এটি হল আগের বন্দে ভারতের থেকেও অনেকাংশে শক্তিশালী ও উন্নত একটি ট্রেন। এই ট্রেনটি ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চলতে সময় নেয় মাত্র ৫২ সেকেন্ড। এটি সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে চলতে সক্ষম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় কমিয়ে দিয়েছে অনেকটাই।