ভারতীয় দলের অংশ নন, কিন্তু বিশ্বকাপের আগে ৩ মাসের মধ্যে এই ৩ তারকাই হয়ে উঠবেন রোহিতের অস্ত্র!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইসিসি (ICC) প্রকাশ করে দিয়েছে আসন্ন ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচি। আর ১০০ দিনও বাকি নেই এই টুর্নামেন্ট আরম্ভ হওয়ার। মাঝের সময়টুকুতে বেশ কিছু ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। বেশ কিছু গুরুত্বপূর্ণ তারকা ভারতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন চোটের জন্য। তাদের মধ্যে অনেকেই চোট আঘাতের কারণে এই বিশ্বকাপের জন্য নির্দিষ্ট সময়ে ভারতীয় দলে ফিরতে পারবেন না। এমন অবস্থায় বিশ্বকাপের মঞ্চে হয়তো এমন অনেক মুখকে দেখা যাবে যারা এখন ভারতীয় ওডিআই দলের স্থায়ী অংশ নন এখনও। কিন্তু অচিরেই হয়ে উঠবেন ভারতীয় দলের জন্য অপরিহার্য। এমন ৩ জনকে নিয়েই আজকের এই প্রতিবেদন।

১. যশস্বী জয়সওয়াল: ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের জার্সিতে এবং আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন একাধিকবার। পুরস্কার স্বরূপ ভারতের ক্যারিবিয়ান সফরের টেস্ট এবং ওডিআই দলে তার নাম রাখা হয়েছে। তবে রোহিত শর্মা এবং শুভমান গিল দলে থাকায় তিনি ওই সিরিজটিতে সুযোগ পাবেন না এটা একপ্রকার নিশ্চিত। আশা করা হচ্ছে তাকে টি-টোয়েন্টি সিরিজেও দলে রাখা হবে এবং তখন নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারলে এবং ভবিষ্যতে ভারতের প্রধান ওপেনারদের চোট আঘাত লাগলে ভারতের বিশ্বকাপের স্কোয়াডে তার জায়গা না হওয়ার কোনও কারণ নেই।

২. রিঙ্কু সিং: ভারতীয় দলে ইদানিং ফিনিশারের অভাব দেখা দিয়েছে। হার্দিক পান্ডিয়া এখন আর শুধুমাত্র একজন ফিনিশার নন। একাধিক গুরুত্বপূর্ণ তারক চোট আঘাতের কারণে দলের বাইরে থাকায় তিনি কিছুটা ওপরের দিকে ব্যাটিং করছেন। শ্রেয়স আইয়ার বা লোকেশ রাহুল যদি বিশ্বকাপের আগে সুস্থ হয়েও ওঠেন তাহলেও তাদের দিয়ে ফিনিশডের অভাব পূরণ করা সম্ভব হবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকে যায়। সূর্যকুমার যাদব ওডিআই ফরমেটে একেবারেই ছন্দে নেই। এই অবস্থায় রিঙ্কু সিংয়ের কথা ভেবে দেখতে পারে ভারতীয় দল। আইপিএলে তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি হিসাব কষে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের হাত থেকে ম্যাচ ছিনিয়ে আনার ক্ষমতা রাখেন। ভারতীয় দলের জার্সিতে তার এই গুণটি বজায় থাকলে তিনি সম্পদ হয়ে উঠতে পারেন ভারতের।

৩. রুতুরাজ গায়কোয়াড: মহারাষ্ট্র ও চেন্নাই সুপার কিংসের হয়ে একাধিকবার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলের মঞ্চে। ভারতীয় দলে সামান্য সুযোগ পেয়েছিলেন কিন্তু নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে এটাও মানতে হবে ভারতের নীল জার্সিতে কোনওদিনই তাকে ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে যাওয়া হয়নি। গত আইপিএলে তিনি ভালো ছন্দে ছিলেন। তার আগে ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে সীমিত ওভারের ফরমেটে তার পরিসংখ্যান ছিল রীতিমতো ঈর্ষণীয়। ক্যারিবিয়ান সফরে যাওয়া ভারতীয় দলের অংশ হয়েছেন তিনি। যদি এক্সপেরিমেন্টের খাতিরে তাকে সুযোগ দেওয়া হয় তাহলে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পারফরম্যান্স করে নির্বাচকদের হাতে আরও একটা অপশন তিনি হয়ে উঠতে পারেন বিশ্বকাপের আগে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর