বিজেপিতে যোগ দিতে পারেন ৩০ জন বিধায়ক! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল রাজ্যজুড়ে

বাংলা হান্ট ডেস্ক : ফের টালমাটাল মহারাষ্ট্রের (Maharashtra) রাজনীতি। অজিত পাওয়ারের সমর্থনে ৩০ বিরোধী বিধায়ক বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন বলে শুরু হয়েছে তীব্র জল্পনা। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party – NCP) নেতা অজিত পাওয়ার (Ajit Pawar) মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন। আর এজন্য ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party – BJP) সঙ্গে জোট বাঁধতে চলেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সূত্রে জানানো হয়েছে, দলের ৫৩ জন বিধায়কের মধ্যে ৪০ জন এবিষয়ে অজিত পাওয়ারকে সমর্থন করার জন্য রাজি আছেন।

এনসিপি সূত্রের দাবি, পাওয়ারকে মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে দেখতে চান ওই ৪০ বিধায়ক। শুধু তাই নয়, অজিত পাওয়ারের স্বপক্ষে সম্মতি দিয়ে স্বাক্ষরও দিয়ে দিয়েছে। যথাযথ সময়ে স্বাক্ষরের তালিকা রাজ্যপালের (Governor) কাছে উপস্থাপন করা হবে।

bjp flag
সূত্রের খবর, মঙ্গলবার বিধায়কদের একটি বৈঠক ডেকেছেন অজিত পাওয়ার। যদিও তিনি নিজে এই খবর অস্বীকার করেছেন। তবে জানা যাচ্ছে, ৫৩ জন বিরোধী বিধায়কের মধ্যে ৩৪ জন বিজেপি-শিবসেনা সরকারের অংশ হওয়ার জন্য অজিত পাওয়ার যে পরিকল্পনা করেছেন তাকে সমর্থন জানিয়েছেন।

মহারাষ্ট্রে এক সপ্তাহব্যাপী রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। তার এক বছরের মধ্যেই ফের এনসিপি-সহ বিরোধী শিবিরে ভাঙন ধরতে চলছে। আর এই কাজে সামনে রাখা হয়েছে অজিত পাওয়ারকে।

এদিকে এনসিপি প্রধান শরদ পাওয়ার সঞ্জয় রাউতকে বলেছেন, লোকেরা যদি যায় তবে তারা ব্যক্তিগতভাবে বিধায়ক হিসাবে যাবে, দল যাবে না। আমরা যদি বিধানসভায় সংখ্যাগত শক্তির দিকে তাকাই, তবে তাতে শিন্ডে-বিজেপি দল ভারি। কিন্তু অজিত এবং এনসিপি যদি লোকসভার জন্য জোটে  যোগ দেয় তবে এটি এনডিএ-র জন্য লাভজনক হবে। লোকসভা আসনের পরিপ্রেক্ষিতে, মহারাষ্ট্র ৪৮টি আসন নিয়ে ইউপির পরে দ্বিতীয় বৃহত্তম রাজ্য।


Sudipto

সম্পর্কিত খবর