মাত্র ৩১ বছরেই থমকে গেল জীবন, জনপ্রিয় টেলি অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আবারও একবার নক্ষত্রপতনের খবর। সদ্যই প্রয়াত হয়েছেন মালায়ালি অভিনেত্রী অপর্ণা নায়ার (Aparna Nayar)। তবে তার মৃত্যু (Death) স্বাভাবিক মৃত্যু নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাঞ্চল্য। গত বৃহস্পতিবার তিরুবন্তপুরমের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট ডাক্তাররা।

অভিনেত্রীর এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কারামানা পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আত্মহত্যাই করেছেন অভিনেত্রী।

মালায়ালি ফিল্ম ও টেলিভিশনের নামিদামী তারকা হলেন অপর্ণা। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ অপর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করে পিআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৩১ বছর। ঘটনার পরপরই মৃত অভিনেত্রীর স্বামী ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন : সিরিয়ালে সন্তানের মা হলেও এখনও স্কুল পাশ করেনি রানী! রইল অভিনেত্রীর আসল পরিচয়

পুলিশ সূত্রে খবর, যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, সেই সময় বাড়িতেই ছিলেন তাঁর মা এবং বোন। এছাড়াও মৃত্যুর ২২ ঘন্টা আগে মেয়ের সঙ্গে বেশ মিষ্টি একটা ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ঘুম পাড়ানি গান। মেয়ের উদ্দেশ্যে লেখেন_‘আমার উন্নি, ছোট্ট মিষ্টি মেয়ে’। অপর্ণার এই আবেগতাড়িত পোস্ট দেখে চোখে জল অনুরাগীদের।

আরও পড়ুন : রিলিজের আগেই ব্যবসায় লালবাতি! চরম বিতর্কে যশের ‘ইয়ারিয়া ২’, দায়ের হল FIR

 

aparna nayar

এমনিতে সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাকটিভ থাকতেন নায়িকা। মাঝেমধ্যেই দুই মেয়ে আর স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেন অভিনেত্রী। তিনি বলতেন, ‘সঞ্জীত আমার শক্তি আর সাহস’। আর সেই অভিনেত্রীই তার স্বামীর সঙ্গ ছেড়ে চলে গেলেন। এই ক্ষতিতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X