রিলিজের আগেই ব্যবসায় লালবাতি! চরম বিতর্কে যশের ‘ইয়ারিয়া ২’, দায়ের হল FIR

বাংলা হান্ট ডেস্ক : শুরুতেই বিতর্কের মুখে পড়ল যশ দাশগুপ্তর (Yash Dasgupta) প্রথম হিন্দি ছবি ‘ইয়ারিয়া ২’ (Yaariyan 2)। বলিউডি (Bollywood) কেরিয়ারের শুরুতেই শিখ সম্প্রদায়ের রোষানলে বাংলার অরন্য সিংহরায়। অভিযোগ, গানের দৃশ্যে শিখ ধর্মের পবিত্র কৃপান ব্যবহার করা হয়েছে। আর এতে শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে।

ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি তথা এসজিপিসি। এবং তারপর জলন্ধর জেলার এক থানায় এই ছবির বিরুদ্ধে শিখ তালমেল কমিটি FIR দায়ের করেছে বলে জানিয়েছন, সাব ইনসপেক্টর অশোক কুমার। উল্লেখ্য, সাল ২০১৪ তে মুক্তি পেয়েছিল ‘ইয়ারিয়া’। আর এবার তারই সিক্যুয়েল আনতে চলেছে পরিচালকরা।

‘ইয়ারিয়া’ সিনেমাপ্রেমীদের মনে খুব একটা দাগ কাটতে না পারলেও দাগ নবীন প্রজন্মের মনে দাগ কেটেছিল সিনেমার গান। তারপর দীর্ঘ ৮ বছরের বিরতি নিয়ে ছবির দ্বিতীয় সিক্যুয়েল আনতে চলেছে পরিচালকরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। সেই ঝলকে এক নতুন আন্দাজে ধরা দিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন : সানির হাতুড়ির জবাব ডান্ডা ও বেল্ট দিয়ে! উত্তেজনার পারদ চড়াল ‘জওয়ান’র ট্রেলার

টিজারে অভিনেতা উসকে দিয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’র ‘অরণ্য’ নস্ট্যালজিয়া। বঙ্গতনয়ারা আরও একবার যশের ক্যারিশমা দেখার জন্য তৈরি হয়েই ছিল। আর তার আগেই সামনে এল এই দুঃসংবাদ। ছবির একটি গানের দৃশ্যে শিখ ধর্মের পবিত্র কৃপান ব্যবহার করায় সমূহ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে হয়েছে FIR।

আরও পড়ুন : প্রস্তুতি শুরু, পুজোর আগেই ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী, নেপথ্যে বড় চমক

 

maxresdefault (20)

প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবিতে দিব্যা খোসলার বিপরীতে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন বাংলার যশ। তার চরিত্র অনেকটাই অরণ্য সিংহরায়ের মত। পাক্কা কর্পোরেট, আনরোম্যান্টিক স্বামী হলেন যশ। স্ত্রী দিব্যার সঙ্গে খুব একটা বনিবনাও হয়না তার। এই নিয়েই আবর্তিত হবে ছবির গল্প। যশ ছাড়াও ছবিতে রয়েছেন, জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি, লিলেট দুবে, টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ল ভি পুরী। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। দেখা যাক বক্স অফিসে কেমন ধামাকা করে ছবিটি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর