প্রস্তুতি শুরু, পুজোর আগেই ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী, নেপথ্যে বড় চমক

বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে হামেশাই ট্রোলিং-র মুখে পড়েন তারকারা। হলিউড হোক কী বলিউড__মিমারদের হাত থেকে নিস্তার নেই কারও। আবার কিছু তারকা এমনও আছেন যাদের ট্রোল করার জন্যই বসে থাকে সবাই। এরকমই একজন তারকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তার একটা সাধারণ পোস্ট নিয়েও শুরু হয়ে যায় হইহই রব।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ কেরিয়ারে একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন বিভিন্ন ধরণের চরিত্রে। তবে এবারেরটা একেবারেই ভিন্ন। সমস্ত ছক ভেঙে উপন্যাসের পাতা থেকে চরিত্রকে জীবন্ত করে তুলতে চলেছেন তিনি। নিজের কেরিয়ারের সেরাটাকে নিংড়ে দিতে চান তিনি। কারণ তিনি যে এবার বঙ্কিমের নায়িকা হতে চলেছেন।

আসলে খুব শীঘ্রই শ্রাবন্তীকে দেখা যাবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানীর ভূমিকায়। আর বাংলার ব্যান্ডিট কুইন হয়ে ওঠার জন্য এতটুকু ফাঁকফোঁকর রাখতে চান না তিনি। সূত্রের খবর, আগামী নভেম্বরেই শুরু হবে শুটিং। তবে তার আগে থেকেই নিজেকে ঘষেমেজে তৈরি করে নিতে চান তিনি। যে কারণে তিনি এখন ঘোড়া চালানো শিখছেন।

আরও পড়ুন : সানির হাতুড়ির জবাব ডান্ডা ও বেল্ট দিয়ে! উত্তেজনার পারদ চড়াল ‘জওয়ান’র ট্রেলার

যে কারণে গত বুধবার তিনি পৌঁছেও যান ঘোড়া চালাতে। কারণ চরিত্রের প্রয়োজনে ছবিতে তাকে ঘোড়া চালাতে হবে। সেই কারণেই এইদিন ঘড়ি ধরে সকাল সাড়ে ছয়টার সময় তিনি পৌঁছে ময়দানে। তারপর থেকে রোজই বাধ্য ছাত্রীর মতো শুরু করেন ট্রেনিং নেওয়া। সম্প্রতি সেই অভিজ্ঞতাও শেয়ার করে নিয়েছেন ভক্তদের সাথে।

আরও পড়ুন : অনুরাগের ছোঁয়ার দিন শেষ সবাইকে চমকে সেরার সেরা জি বাংলার এই মেগা, নতুন TRP তে বড় চমক

এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘প্রথম প্রথম একটু ভয় লাগছিল। কিন্তু পরে সেটা একদমই কেটে গিয়েছে। ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে। আসলে এ তো আর বেড়াতে গিয়ে ঘোড়ায় চড়া নয়, নিজে চালানো। তবে আমায় যিনি ঘোড়া চালানো শেখাচ্ছেন তিনি বলেছেন প্রথম দিন অনুযায়ী নাকি আমি ভালো পারফর্ম করেছি।’

আরও পড়ুন : বেঁচে থাকলে কেমন দেখাত! মহানায়ক উত্তম কুমারের ছবি আঁকল AI, দেখে মুগ্ধ নেটপাড়া

 

ঘোড়া চালানোর পাশাপাশি আরও একাধিক কাজ শিখবেন তিনি। তরোয়াল চালানো থেকে শুরু করে অভিনয়ের ওয়ার্কশপও করবেন তিনি। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন যোগ ব্যায়াম। দেবী চৌধুরানী হওয়ার জন্য ওজনও কমিয়ে ফেলেছেন নায়িকা। খুব শীঘ্রই তার প্রশিক্ষণ শুরু হবে সোহাগ সেনের কাছে। নায়িকার কথায়, ‘আমি ভালো করে তৈরি হয়ে সেটে যেতে চাই। সেই সময়ের কথা বলার ধরন, ভাষা সবটাই রপ্ত করতে হবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, ছবিতে শ্রাবন্তীর পাশাপাশি অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়ের মত তারকারা।