বেঁচে থাকলে কেমন দেখাত! মহানায়ক উত্তম কুমারের ছবি আঁকল AI, দেখে মুগ্ধ নেটপাড়া

বাংলা হান্ট ডেস্ক : বাংলার চলচ্চিত্র (Indian Cinema) জগতের একজন মহীরুহ হলেন উত্তম কুমার (Uttam Kumar)। তিনি চলে গিয়েছেন বহুকাল হলো, কিন্তু তার অভিনয় আজও সমান ভাবে মুগ্ধ করে যাচ্ছে সকলকে। তাঁকে অবজ্ঞা বা উপেক্ষা করার ক্ষমতা হয়নি বাংলাছবির (Bengali Cinema) আম দর্শকের। ইন্ডাস্ট্রির পেছনে তার অবদান ভাষায় প্রকাশ করা যাবেনা। মৃত্যুর ৪২ বছর পরেও স্বর্গীয় উত্তম কুমারের স্মৃতি আজও স্বমহিমায় উজ্জ্বল।

‘উত্তম কুমার’ এই নামটাতেই রয়েছে এক বিশেষ আভিজাত্য। আজকের দিনে বাংলা ইন্ডাস্ট্রির গৌরব খানিকটা কমে এলেও একটা সময় ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রির গৌরব ছিল বিশ্বজুড়ে। আর সেই সময়কার একজন অন্যতম কারিগর ছিলেন মহানায়ক উত্তম কুমার। তাঁকে নিয়ে নস্টালজিয়া বোধহয় কোনোদিনই শেষ হওয়ার নয়।

শোনা যায়, দূরদর্শনে যখন মাত্র একটি বাংলা চ্যানেলে সপ্তাহের একদিনই বাংলাছবির স্লট ছিল। তখন যে-যে দিনগুলিতে উত্তমকুমার অভিনীত ছবি থাকত সেই দিনগুলো শুনশান হয়ে যেত রাস্তাঘাট। তাঁর হাসি, তাঁর অভিনয়, তাঁর ক্যারিশ্মায় হারিয়ে যেত আপামর বঙ্গবাসী। তবে কখনও ভেবে দেখেছেন কি মহানায়ক আজকের দিনে জন্মালে কেমন দেখতে হতেন।

আরও পড়ুন : ৫ হাজারের চাকরি ছেড়ে ইউটিউবার! ভুবন বামের সম্পতি দেখে আঁতকে উঠবে বলি সেলেবরাও

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তম কুমারের বেশকিছু ছবি ভাইরাল হয়েছে। তবে এই ছবি আশির দশকের নয়‌। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ওরফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চোখে কল্পনা করেছে ২০২৩-র উত্তমকে। আর সেটাই ফুটিয়ে তুলেছে স্ক্রীনে। আর সেইসব ছবি দেখে আরও একবার নস্টালজিক হয়ে পড়েছে আম বাঙালি। ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে সেইসব ছবি।

আরও পড়ুন : আবারও নক্ষত্রপতন, মাত্র ৪৫ বছরেই প্রয়াত এই গীতিশিল্পী, শোকস্তব্ধ সঙ্গীত মহল

 

সম্প্রতি পয়ব্রত রয় নামক এক ব্যক্তি এই ছবিগুলি পোস্ট করেছেন। ক্রিয়েটর হিসেবেও রয়েছে তার নাম। কোথাও দেখা যাচ্ছে বৃষ্টিস্নাত অবস্থায় উত্তম কুমার। তো কোথাও আবার ব্লেজার পরে পাক্কা ব্যবসায়ী। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে সাদা ব্লেজার শুটে বিজনেসম্যান উত্তম কুমারকে। আবার কোনও ছবিতে ক্যাজুয়াল জ্যাকেট পরে তরুণ উত্তম কুমার। উত্তম কুমারের এই অবতার দেখে আরও একবার নস্টালজিয়ায় ভাসছে বঙ্গবাসী।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর