৫ হাজারের চাকরি ছেড়ে ইউটিউবার! ভুবন বামের সম্পতি দেখে আঁতকে উঠবে বলি সেলেবরাও

বাংলা হান্ট ডেস্ক : এই সোশ্যাল মিডিয়ার যুগে কন্টেন্ট ক্রিয়েটরদের জনপ্রিয়তা অন্য মাত্রায় পৌঁছে গেছে। যারমধ্যে একজন নামকরা ব্যক্তিত্ব হলেন ভুবন বাম (Bhuvan Bam)। ইউটিউবের (YouTube) দৌলতে আজ তার কী নেই। অথচ এই ভুবন বাম-ই একদিন ৫০০০ টাকার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছিলেন। আর আজ তার সম্পত্তির পরিমাণ ১০০ কোটির গন্ডি ছাড়িয়েছে।

এইমুহুর্তে ভারতের সবচেয়ে ধনী ইউটিউবারের ট্যাগ রয়েছে ভুবন বামের কাছে। এটা যদিও সত্য যে, আজকালকার দিনে বিনোদন জগতে নাম করা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সিট পাওয়ার চেয়ে অনেক সহজ। আর এই গ্ল্যামার দুনিয়ায় যদি কেউ একবার সফল হতে পারে তাহলে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়না।

ছোট পর্দা থেকে উঠে আসা শাহরুখ খান বা আয়ুষ্মান খুরানাই হোক বা ছোট শহর থেকে আসা কার্তিক আরিয়ান হোক__এই প্রতিটি মানুষই তাদের ধৈর্য ও সাহস বজায় রেখে সাফল্যের শিখরে ছুঁয়েছে। একইরকম গল্প ভুবন বামেরও। ‘বিবি কি ভিনস’ খ্যাত এই ইউটিউবার আজ গোটা বিশ্বে সমাদৃত।

আরও পড়ুন : ‘শেষ পর্যন্ত মন্দিরেও…’, রাঘব-পরিণীতির কাণ্ড দেখে চটে লাল নেট জনতা

উল্লেখ্য ভারতের সবচেয়ে বড় কন্টেন্ট স্রষ্টা এখন একজন অভিনেতাও বটেন। ইউটিউবের পাশাপাশি তিনি মন দিয়েছেন ওয়েব সিরিজ এবং বলিউডেও। সূত্রের খবর, বর্তমানে তিনি প্রতি মাসে প্রায় ২২ লক্ষ টাকা উপার্জন করেন। এবং এখন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২২ কোটিরও উপরে।

আরও পড়ুন : গ্যাসের দাম কমতেই আগুন জ্বালানি তেলে! বাংলার এই ১০ জেলায় পেট্রল ডিজেলের দাম উর্দ্ধমুখী

bhuvan bam monthly income

তবে অনেকেই হয়ত জানেননা যে, তার কেরিয়ারের শুরুটা হয়েছিল বারে গান গেয়েই। আজ তার ইউটিউব চ্যানেলে প্রায় এক কোটি ৩০ লক্ষ সাবস্ক্রাইবার। দিল্লিবাসী ভুবন এখনও কোনও দামী ক্যামেরা নয়, মোবাইল ফোন হাতে নিয়েই ভিডিও শুট করেন। কারণ তিনি মনে করছেন, এটাই তার চ্যানেলের মূল ইউএসপি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর