গ্যাসের দাম কমতেই আগুন জ্বালানি তেলে! বাংলার এই ১০ জেলায় পেট্রল ডিজেলের দাম উর্দ্ধমুখী

বাংলা হান্ট ডেস্ক : মাত্র একদিন আগেই বিপুল পতন দেখা গেছে রান্নার গ্যাসের (Gas) দামে। তবে জ্বালানি তেলের দাম এখনও চড়া। দেশের সর্বত্রই একই রকম দামে বিকোচ্ছে জ্বালানি তেল। তারমধ্যেই বাংলার ১০ জেলায় বেড়েছে পেট্রল (Petrol-Diesel ) ও ডিজেলের দাম (Price)। আবার অন্য ৮ জেলায় জ্বালানি তেলের দাম খানিকটা হলেও কমেছে।

সূত্রের খবর, আলিপুদুয়ার, দার্জিলিং, হাওড়া, কালিম্পং, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে আজ পেট্রোল এবং ডিজেলের দাম উর্দ্ধমুখী। পাশাপাশি দাম বেড়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, হুগলি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বীরভূম এবং বাঁকুড়ায়।

আজকের তারিখে আলিপুরদুয়ারে পেট্রলের দাম লিটার পিছু ১০৬.৮২ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৯ টকায়। বাঁকুড়ায় পেট্রল বিক্রি হচ্ছে ১০৬.৭১ টাকায়। ডিজেলের দাম এখন লিটার পিছু ৯৩.৪০ টাকা। অন্যদিকে বীরভূমে এখন পেট্রলের দাম ১০৬.৬৮ টাকা, ডিজেল ৯৩.৩৮ টাকা। ওদিকে কোচবিহারে এখন পেট্রলের দাম ১০৬.৭৯ টাকা। সেখানে ডিজেলের দাম এখন ৯৩.৪৬ টাকা‌।

আরও পড়ুন : ঢেকুর তোলাই হল কাল, দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ! ছুরির ঘায়ে ঝরল রক্তও! আজব কাণ্ড ইন্দোরে

অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৩০ এবং ১০৬.২৩ টাকায়। এই দুই জেলায় এখন ডিজেলের দাম যথাক্রমে ৯৩.০১ এবং ৯২.৯৫ টাকায়। ওদিকে শৈলশহর দার্জিলিঙে পেট্রলের দাম ১০৫.৮৭ টাকা এবং ডিজেল ৯২.৬১ টাকা। হুগলিতে পেট্রলের দাম লিটার পিছু ১০৬.৭৭ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৪৫ টকায়। এদিকে জলপাইগুড়িতে এক লিটার পেট্রল পাওয়া যাচ্ছে ১০৬.৪৬ টাকা সেখানে ডিজেলের দাম লিটার পিছু ৯৩.১৬ টাকা।

আরও পড়ুন : ‘শেষ পর্যন্ত মন্দিরেও…’, রাঘব-পরিণীতির কাণ্ড দেখে চটে লাল নেট জনতা

আমের শহর মালদায় আজ পেট্রলের দাম লিটার পিছু ১০৫.৮১ টাকা, ডিজেল ৯২.৫৬ টাকা। ঝাড়গ্রামে পেট্রোল বিকোচ্ছে ১০৬.৮৯ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.৫৩ টাকায়। ওদিকে নগর কলকাতায় জ্বালানি তেলের দাম অপরিবর্তিত। ডিজেল ও পেট্রলের দাম যথাক্রমে ১০৬.০৩ টাকা এবং ৯২.৭৬ টাকা। কালিম্পং-এ আজ এক লিটার পেট্রল পাওয়া যাচ্ছে ১০৫.৯৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭১ টাকা। হাওড়ায় এই দাম যথাক্রমে ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা।

আরও পড়ুন : ‘যারা র‍্যাগিং করে …” এবার যাদবপুর নিয়ে বিস্ফোরক সোহম! তৃণমূল বিধায়কের মন্তব্যে শোরগোল

petroldiesel1686464040033

মুর্শিদাবাদে পেট্রল ডিজেলের দাম যথাক্রমে ১০৭.৩৯ টাকা এবং ৯৪.০৩ টাকা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৪৯ এবং ১০৬.০৩ টাকা করে এবং ডিজেলের দাম ধার্য্য করা হয়েছে ৯৩.১৯ এবং ৯২.৭৬ টাকা করে। অন্যদিকে নদিয়ায় পেট্রলের দাম রাখা হয়েছে লিটার পিছু ১০৬.৯৮ টাকা এবং ডিজেলের দাম ধরা হয়েছে ৯৩.৬৫ টাকা।পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রোলের দাম যথাক্রমে ১০৬.১৭ ও ১০৬.৭৩ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৮৬ এবং ৯৩.৩৮ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হবে ১০৬.৬১ এবং ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩.৩১ এবং ৯৩.০১ টাকা। পুরুলিয়ায় পেট্রোলের দাম ১০৬.৫৫ টাকা। ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৩.২৫ টাকায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর