ঘূর্ণিঝড় ‘মান্থা’-র তাণ্ডবে স্থবির আকাশপথ! একদিনেই বাতিল ৩২ টি ফ্লাইট, জানুন রুটগুলি

Published on:

Published on:

32 flight cancelled due to Cyclone Mantha.

বাংলাহান্ট ডেস্ক: খেলা শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় ‘মান্থা’ (Cyclone Mantha) বিশাখাপত্তনমসহ অন্ধ্রপ্রদেশের একাধিক বিমানবন্দরে মঙ্গলবার কার্যত স্থবির হয়ে পড়েছে বিমান পরিষেবা। প্রবল ঘূর্ণিঝড় ‘মান্থা’র প্রভাবে নিরাপত্তার স্বার্থে মোট ৩২টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। বিশাখাপত্তনম বিমানবন্দরের ডিরেক্টর এন পুরুষোত্তম জানিয়েছেন, সাধারণত প্রতিদিন এই বিমানবন্দর থেকে ৩০ থেকে ৩২টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করে, কিন্তু মঙ্গলবার ঘূর্ণিঝড়ের কারণে একটিও ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, সোমবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি ফ্লাইট বাতিল হয়েছিল, যদিও সেই দিন বাকি ৩০টি ফ্লাইট নির্ধারিত সময়ে চলেছিল। মঙ্গলবার সকালে পরিস্থিতি খারাপ হওয়ায় সমস্ত উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘূর্ণিঝড় ‘মান্থা’র (Cyclone Mantha) প্রভাবে বাতিল একাধিক বিমান

পুরুষোত্তম বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ বিমান চলাচল কর্তৃপক্ষের (AAI) নির্দেশিকা অনুযায়ী পূর্ব প্রস্তুতি ও পরবর্তী সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে ঘূর্ণিঝড়ের (Cyclone Mantha) সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধ করা যায়। বিমানবন্দরের পরিকাঠামো ও যন্ত্রপাতি সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি জরুরি পরিষেবা দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন:ঘূর্ণিঝড় মন্থার খেলা শুরু! রাত পোহালেই তুমুল ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় দুর্যোগ?

একই পরিস্থিতি দেখা গেছে বিজয়ওয়াড়া বিমানবন্দরেও। সেখানকার ডিরেক্টর লক্ষ্মীকান্ত রেড্ডি জানিয়েছেন, মঙ্গলবার ঘূর্ণিঝড়ের (Cyclone Mantha) জেরে মোট ১৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে পাঁচটি ফ্লাইট সীমিতভাবে চালানো সম্ভব হয়েছে। তিনি বলেন, “সোমবার শুধুমাত্র একটি ফ্লাইট বাতিল হয়েছিল, কিন্তু আজ দিল্লি, মুম্বই-সহ বিভিন্ন গন্তব্যের মোট ১৬টি উড়ান বাতিল হয়েছে। বিমান সংস্থাগুলিই আজকের জন্য পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকালের উড়ান সম্বন্ধে আজ সন্ধ্যার পরেই জানা যাবে।”

তাছাড়া, তিরুপতি বিমানবন্দর থেকেও চারটি ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় ‘মান্থা’র (Cyclone Mantha) প্রভাবে দক্ষিণ ভারতের আকাশপথে যে বিপর্যয় তৈরি হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া নিয়ে আছড়ে পড়ছে, যার প্রভাব আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

32 flight cancelled due to Cyclone Mantha.

আরও পড়ুন:মাঝ আকাশে জ্বালানি ভরেই শত্রু সংহার! ফাইটার জেটের শক্তি বৃদ্ধিতে এবার বড় পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার

শুধু আকাশপথ নয়, ‘মান্থা’র (Cyclone Mantha) প্রভাব রেল পরিষেবাতেও তার বড় প্রভাব পড়েছে। দক্ষিণ মধ্য রেলওয়ে (SCR) বিভাগের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার মিলিয়ে মোট ১২০টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলপথে জল জমে যাওয়া, প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে ট্রেন চলাচল বিপজ্জনক হয়ে উঠেছিল। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিগত কয়েকদিন ধরেই আবহাওয়া দফতর উপকূলবর্তী এলাকাগুলিকে সতর্ক করেছিল। প্রশাসনও বিভিন্ন অঞ্চলে ত্রাণ ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। ঘূর্ণিঝড় ‘মান্থা’র (Cyclone Mantha) প্রভাবে দক্ষিণ ভারতের উপকূলজুড়ে আতঙ্ক ছড়ালেও, প্রস্তুতি ও সতর্কতার ফলে বড় ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।