উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট! ভারতে মৃত ৫, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩৫, আজই সাবধান হোন

বাংলা হান্ট ডেস্ক : আবারও দেশে সেই ভয়ঙ্কর মহামারীতে আক্রান্ত হলেন কিছু মানুষ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টার মধ্যে দেশে প্রায় ৩৩৫ জন করোনায় (Corona Virus) আক্রান্ত হয়েছেন। কেরালায় এক ৭৯ বছর বয়সী মহিলার মধ্যে করোনার নতুন ভেরিয়েন্ট শনাক্ত করা গেছে। তবে গত ৮ ডিসেম্বর এই ঘটনা ঘটলেও মহিলাটি এখন সম্পূর্ণ সুস্থ।

এত লক্ষ লক্ষ মৃত্যুর পর দেশে আবারও ছড়িয়ে পড়েছে করোনার নতুন রূপ। ভারতের বিভিন্ন রাজ্যগুলিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে কেরালায় কোভিড-১৯ (COVID 19) সংক্রমণের যে নতুন রূপটি পাওয়া গেছে সেটি হল JN-1। এটি নিশ্চিত হওয়ার পর থেকেই সতর্ক হয়েছে ভারত সরকার।

   

covid 19

দেশে ৩৩৫ টি করোনার নতুন কেস নথিভুক্ত হওয়ার সাথে সাথেই, উত্তরপ্রদেশ এবং কেরালায় করোনায় আক্রান্ত হয়ে  পাঁচজনের মৃত্যু হয়েছে। JN-1 কেরালায় নিশ্চিত হওয়ার পর থেকেই কেরালা সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। একইসঙ্গে, কেন্দ্রীয় সরকারও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে যথেষ্ট চিন্তিত।

আরও পড়ুন : ৩০০০ করে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, এই কার্ড থাকলেই কেল্লাফতে! জানুন কীভাবে পাবেন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, ‘গত ২৪ ঘন্টায় করোনার ৩৩৫ টি নতুন কেস এসেছে। এরই সাথে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১,৭০১ হয়েছে’। খবর সূত্রে, কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী লোকজনকে সতর্ক থাকতে বলেছেন এবং কমোর্বিডিটিসে আক্রান্তদের সতর্ক থাকতে বলেছেন।

সম্পর্কিত খবর