বাংলা হান্ট ডেস্কঃ শহরে একের পর এক টাকার পাহাড়ের হদিস। গতকালের রেশ কাটতে না কাটতেই এ বার কলকাতার (Kolkata) বড়বাজারের (Burrabazar) একটি সংস্থার অফিস থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার (Money Recover) করল কলকাতা পুলিশ (Kolkata Police)। জানা গিয়েছে উদ্ধার হওয়া টাকার পরিমান ৩৫ লক্ষ। পরপর টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় শোরগোল রাজ্যজুড়ে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই টাকা হাওয়ালার মাধ্যমে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। এদিন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং গুন্ডাদমন শাখা যৌথ অভিযানে এই টাকা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে বড়বাজার এলাকার কটন স্ট্রিট এবং বাবুলাল বাজাজ স্ট্রিট এলাকায় এক বেসরকারি সংস্থায় তল্লাশি চালায় পুলিশ। তাতেই হাতে আসে নগদ ৩৫ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে খবর, সম্পূর্ণ টাকা ৫০০ এবং ২০০০ টাকার নোটে ছিল। তবে কী জন্য ওই বিপুল পরিমান টাকা ওখানে রাখা ছিল সেও বিষয়টি এখনও স্পষ্ট নয়। কোনও তথ্য প্রমান এখনও পর্যন্ত মেলেনি। চলছে পরবর্তী তদন্ত। লাগাতার একের পর এক জায়গা থেকে টাকা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কাকভোরে কয়লাকাণ্ডে বালিগঞ্জের গরচায় একটি বেসরকারি নির্মাণ সংস্থার অফিসে হানা দিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (ED)। প্রায় দশ ঘন্টা ধরে ধরে তল্লাশি অভিযান বিশেষ চালিয়ে এই বিপুল টাকা ইডি-র আধিকারিকদের নাগালে আসে। ইডি সূত্রে দাবি, এক প্রভাবশালী রাজনৈতিক নেতা ঘনিষ্ঠ ব্যবসায়ী মনজিৎ সিং গেরেওয়ালের মাধ্যমে এই মোটা অংকের কালো টাকা সাদা করছিলেন।