১ কেজি গমের দাম ছিল মাত্র এত টাকা! ৩৬ বছর আগের বিল দেখে মাথা ঘুরল সবার

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বারংবার মুদ্রাস্ফীতির (Inflation) ধাক্কায় জর্জরিত হয়েছেন সাধারণ মানুষ। এমতাবস্থায়, যত দিন এগোচ্ছে ততই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এমনকি, খাদ্যদ্রব্যেরও দাম বাড়ছে হু হু করে। এমন পরিস্থিতিতে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি জানার পর রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যাবে সবার।

১৯৮৭ সালে গমের দাম: মূলত, সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক পারভীন কাসওয়ান (Parveen Kaswan) টুইটারে ১৯৮৭ সালের একটি বিলের ছবি শেয়ার করেছেন। যেখানে এক কেজি গমের দাম লেখা রয়েছে ১.৬ টাকা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। তখন এক কেজি গম কিনতে গেলে মাত্র কয়েক পয়সা খরচ করতে হত। অথচ আজ প্রায় ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে গমের দাম। এদিকে, এই টুইটটি সামনে আসার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পারভীন কাসওয়ান তাঁর ঠাকুর্দার একটি J ফর্ম শেয়ার করেছেন। যেটি মূলত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বিক্রি করা পণ্যের বিল।

এমতাবস্থায়, ওই টুইটে IFS অফিসার লিখেছেন, “এটা সেই সময়কার যখন গমের দাম প্রতি কেজিতে ছিল ১.৬ টাকা। আমার ঠাকুর্দা এই গম ১৯৮৭ সালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছে বিক্রি করেছিলেন।” পাশাপাশি, তিনি আরও জানান তাঁর ঠাকুর্দা সব নথি গুছিয়ে রাখতেন। আর এই কারণে এটি এখনও নিরাপদ অবস্থায় রয়েছে।

৭৪ হাজারেরও বেশি জন দেখেছেন: ইতিমধ্যেই এই টুইটটি শেয়ার করার পর তা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত টুইটটি ৭৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি, ১ হাজারেরও বেশি লাইক এসেছে। সর্বোপরি, টুইটটির পরিপ্রেক্ষিতে নিজেদের মতামতও জানিয়েছেন ব্যবহারকারীরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “ধন্যবাদ স্যার এটা পোস্ট করার জন্য। আমি আজ প্রথম J ফর্ম সম্পর্কে পড়লাম।” আরেকজন লিখেছেন, “সত্যিই অবাক করার মত বিষয়। তখন বড়রা প্রতিটি টাকা খরচের সম্পূর্ণ হিসাব লিখতেন। এমনকি যে ফসল বিক্রি করতেন, তার নথিও এভাবে রাখতেন। আজকের মানুষের এটা শেখা উচিত।”

জেনে নিন এখন গমের দাম কত: বর্তমানে সরকারি রেট অর্থাৎ ভারতীয় খাদ্য নিগম যে হারে গম কেনে তা হল ২,১২৫ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ২১.২৫ টাকা। এমতাবস্থায়, পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান মূল্যের ভিত্তিতে বিগত ৩৬ বছরে এক কেজি গমের দাম প্রায় ১৩.২৫ গুণ বেড়েছে। অন্যদিকে, খোলা বাজারে দোকানদারদের কাছ থেকে গম কিনতে গেলে আরও খরচের পরিমান বাড়বে। কিছু কিছু জায়গায় গম বিক্রি হচ্ছে ৩৫ টাকা প্ৰতি কেজিতে। এই মূল্যের ভিত্তিতে, ৩৬ বছর আগের তুলনায় প্রায় ২১ গুণ বৃদ্ধি পেয়েছে গমের দাম।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর