বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাসে রাজ্যের (West Bengal) বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এমনকি, কিছু কিছু জায়গায় এই পরিমান পৌঁছে গিয়েছে কোটিতেও। এদিকে, বারংবার এহেন ঘটনার জেরে স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠেছে রাজ্যজুড়ে। সেই রেশ বজায় রেখেই এবার ফের একবার টাকার পাহাড়ের সন্ধান পাওয়া গেল আমাদের রাজ্যেই।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার মালদার (Malda) কালিয়াচক (Kaliachak) থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা। এমনকি, সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এক শ্রমিকের বাড়ি থেকেই এই বিপুল সম্পদ উদ্ধার করা হয়েছে STF (Special Task Force)-এর তরফে। খবর অনুযায়ী, ওই ভিনরাজ্যের শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৭ লক্ষ টাকা।
মূলত, কালিয়াচকের গঙ্গানারায়ণপুরে STF-এর করা অভিযানের ভিত্তিতেই এই বিপুল টাকা উদ্ধার করা গেছে। পাশাপাশি, STF সূত্রে দাবি করা হচ্ছে যে, এই টাকার সঙ্গে সরাসরি মাদক কারবারিদের যোগ রয়েছে। এদিকে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ফেব্রুয়ারি মাসে রয়েল শেখ নাম এক যুবককে মাদকসহ গ্রেফতার করেছিল CID। এমতাবস্থায়, STF সূত্রে জানা গিয়েছে, এই উদ্ধার হওয়া টাকা আসলে মাদক কারবারি রয়েল শেখেরই। শুধু তাই নয়, ইতিমধ্যেই রয়েল শেখের স্ত্রী ফতেমা বিবিকে অভিযুক্ত করে মামলাও শুরু করা হয় পুলিশের তরফে।
এমতাবস্থায়, STF সূত্রে দাবি করা হচ্ছে যে, পুলিশের হাত থেকে বাঁচতেই এই বিপুল অর্থ রাখা ছিল ওই শ্রমিকের বাড়িতে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কিছুদিন আগেই গাজোলের এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে ঠিক একইরকম ভাবে উদ্ধার হয়েছিল ১ কোটি ৩৯ লক্ষ টাকা। শুধু তাই নয়, সেইবারও ওই টাকার সঙ্গে মাদক কারবারিদের যোগাযোগ ছিল বলে দাবি করা হয় CID-র তরফে। এমতাবস্থায়, ওই মৎস্য ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার রাজ্যে টাকা উদ্ধারের ঘটনা ঘটল।