জমে রয়েছে ৪ কোটি মামলা! কেন ধুঁকছে ভারতীয় বিচার ব্যবস্থা, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক : শ্লথের গতি ভারতীয় বিচার ব্যবস্থায় (Indian Judicial System)। ন্যাশনাল জুডিশিয়াল ডাটা গ্রিডের (NJDG) রিপোর্টে বলা হয়েছে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত সারা দেশের সমস্ত আদালতে প্রায় ৪ কোটি মামলা জমে রয়েছে। যার মধ্যে প্রায় ৬৩ লক্ষ মামলা পড়ে রয়েছে শুধু উকিলের অভাবে। এর মধ্যে ৭৮ শতাংশ অপরাধমূলক মামলা (Criminal Cases) এবং বাকি ২২ শতাংশ দেওয়ানী মামলা (Civil Cases) রয়েছে।

এনজেডিজি-র ওই রিপোর্টে আরও জানানো হয়েছে ওই ৬৩ লক্ষ মামলার মধ্যে ৭৭.৭ শতাংশ বা প্রায় ৪৯ লক্ষ মামলা দিল্লি, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং বিহারের। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা পড়ে রয়েছে উত্তরপ্রদেশের। বিচারবিভাগীয় সূত্রে খবর, এই বিরাট সংখ্যক মামলা পড়ে থাকার মূল কারণ উকিলের অভাব। কিন্তু প্রশ্ন উঠছে উকিলের সংখ্যা এত কম হওয়ার কারণ কী?

   

judicial 2

জানা যাচ্ছে, মামলা চলাকালীন উকিলের মৃত্যু, উকিলের ব্যস্ততা, উকিল নিয়োগে দেরি, বিনামূল্যে আইনি পরিষেবা পেতে দেরি ইত্যদিই মূল দায়ি উকিলের অভাবের জন্য। এছাড়া নিম্ন আদালতগুলির ধীর গতিও এই অবস্থার জন্য দায়ি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এছাড়া কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে জানা যাচ্ছে, ২০১৭ – ১৮ এবং ২০২১ – ২২ অর্থবর্ষে বিনামূল্যে আইন পরিষেবা সবচেয়ে বেশি লাভদায়ি হয়েছে। ২০২১ – ২২ সালে যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়া হয়েছে সেগুলি হল অসম, ঝাড়খণ্ড, বিহার এবং মধ্যপ্রদেশ।

তবে একথা বলা যায়, ভারতীয় বিচার বিভাগীয় ব্যবস্থা গত ৭৫ বছরে অধিকাংশ ক্ষেত্রেই সংবিধানকে রক্ষা করতে এবং আইনের শাসনকে তুলে ধরতে সফল হয়েছে। এখনও সেই ধারাই বজায় আছে, যদিও সংখ্যাগরিষ্ঠতাবাদের প্রতিস্পর্ধী একটি প্রশাসনিক প্রতিষ্ঠান রূপে এটি নানা উত্থান-পতনের সাক্ষী। বিচারকদের নিয়োগের পদ্ধতি এবং ক্রমবর্ধমান নিয়োগ ঘাটতি, দায়বদ্ধতা, দুর্নীতি, সাধারণ নাগরিকদের জন্য ন্যায়বিচারের অধিকার এবং সুলভতা সংক্রান্ত বিষয়গুলির সংস্কার নিয়ে বিচার বিভাগীয় ব্যবস্থার নিজস্ব উদ্বেগের কারণ রয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর