করোনা আতঙ্কের মাঝেই স্বস্তির খবর, নয়া স্ট্রেনে আক্রান্ত ৪ ভারতীয়ই করোনা মুক্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : করোনা নিয়ে আতঙ্ক বাড়ছে চারদিকে। এরই মাঝে সুখবর শোনা গেল। করোনার নয়া স্ট্রেনে আক্রান্ত ৪ জন ভারতীয় সম্পূর্ন সুস্থ হয়ে উঠেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য শুক্রবার এমনটাই জানিয়েছেন। হোম আইসোলেশনে রয়েছেন প্রত্যেক আক্রান্ত।

গুজরাট স্বাস্থ্য দপ্তরের থেকে জানা গেছে, বর্তমানে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন BF.7 ও B 12 এ আক্রান্ত দুইজন। এদের শরীরে বর্তমানে কোনরকম উপসর্গ নেই। করোনায় মৃত্যু মিছিল চলছে চিন জুড়ে। ওমিক্রনের নয়া সাব ভেরিয়েন্ট সেখানে তান্ডব চালাচ্ছে। সীমানা ছাড়িয়ে ভারতেও করোনার এই নয়া ভেরিয়েন্ট ঢুকে পড়েছিল। করোনার এই নয়া ভেরিয়েন্টকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল কেন্দ্রও। তবে এরই মাঝে স্বস্তির কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা।

টাটা ইনস্টিটিউট ফর জেনেটিক্স এন্ড সোসাইটির ডিরেক্টর রাকেশ মিশ্র জানিয়েছেন,”ভারতীয়দের এখনই ভয় পাওয়ার কোন কারণ নেই ওমিক্রণের এই সাব ভেরিয়েন্ট নিয়ে। এই ভাইরাস তেমনভাবে মারাত্মক রূপ ধারণ করবে না ভারতীয়দের জন্য। এই ভাইরাসের ক্ষমতা নেই মৃত্যুহার বাড়ানোর। তবে সব সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরী। সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে।”

অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, করোনা মোকাবিলা করার জন্য মক ড্রিল চালু করা হয়েছে দেশের প্রতিটি রাজ্যের হাসপাতাল গুলিতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে এই মক ড্রিল দেখার জন্য স্বয়ং উপস্থিত থাকবেন শুক্রবার। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সারা দেশে গত ২৪ ঘন্টায় হ্রাস পেয়েছে করোনা সংক্রমণ। ১৬৩ জন করনায় আক্রান্ত হয়েছেন একদিনে। যা একদিন আগে ছিল ১৮৫ জন।

তবে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। মহারাষ্ট্র থেকে দুইটি এবং দিল্লি থেকে একটি মৃত্যুর খবর এসেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ সহ সমস্ত করোনা পজিটিভদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য INSACOG ল্যাবে পাঠানোর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X