রেলের নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত ৪, নরম ব্রিজের উপর দিয়ে মালগাড়ি চলে আসায় দুর্ঘটনা

বাংলাহান্ট ডেস্ক : রেলের আন্ডারপাস তৈরির সময় ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। মাটি ধসের নিচে চাপা পড়ে গেলেন ৪ শ্রমিক (Labour Died)। ঝাড়খণ্ডের (Jharkhand) ধানবাদে (Dhanbad) কাজ চলাকালীনই ভেঙে পড়ল সেতু। জানা গিয়েছে, এখনও অবধি ভাঙা সেতুর (Bridge Collapsed) নীচে চাপা পড়ে ৪ জনেরই মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় ওই চার শ্রমিকের।

সূত্র মারফত জানা যাচ্ছে, পূর্ব মধ্যরেলের ধানবাদ ডিভিশনের ধানবাদ-সিন্ধ্রি সেকশনে ছাতাফুল গ্রামের কাছে প্রধানঘাটা ও রক্ষিতপুরের মাঝে একটি সেতুর আন্ডাপাসটির নির্মাণকাজ চলছিল। একটি মালগাড়ি ওই নির্মীয়মান আন্ডারপাসটির উপর দিয়ে চলে যায়। মালগাড়ির ভার সহ্য করতে না পেরে উপরের মাটি নীচে ধসে যায়। সেইসময় সেখানে কাজ করছিলেন ৫ শ্রমিক। এদের মধ্যে ৪ জনই মাটি চাপা পড়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামের মানুষজন। তারাই উদ্ধার করে ৪ শ্রমিককে। ওই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বালিয়াপুর থানার পুলিস এসে গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করা হয় রাত এগারোটার পর। ওই দুর্ঘটনার পর ওই রুটে চলাচলকারী সব ট্রেনকে ঝাঁঝা-পাটনা-দীনদয়াল উপাধ্যায় স্টেশনের উপর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।

বিস্তারিত আসছে…

Avatar
Sudipto

সম্পর্কিত খবর