বিজেপিতে হুলস্থূল কাণ্ড, দলীয় গ্রুপ ছাড়লেন আরও ৪ বিধায়ক! অশনি সঙ্কেত গেরুয়া শিবিরে

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপিতে যেন অসন্তোষ কমার নামই নিচ্ছে না। একদিন আগেই ৫ বিধায়ক বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আর ৪ বিধায়ক বিজেপির গ্রুপ ছাড়লেন। প্রথমে মতুয়া গড়, এবার বাঁকুড়া। বারবার একই কাণ্ড হয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।

প্রাপ্ত খবর অনুযায়ী, দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েই বাঁকুড়ার ৪ বিধায়ক গ্রুপ ছেড়েছেন। যদিও, বিধায়করা এই ক্ষোভের কথা অস্বীকার করেছেন। শনিবার বাঁকুড়া ও বিষ্ণুপুরের সাংগঠনিক জেলার সভাপতি বদল হয়। আর এরপরেই গ্রুপ ত্যাগের হিড়িক পড়ে যায়। প্রাপ্ত খবর অনুযায়ী, সদ্য গ্রুপ ত্যাগী এই বিধায়কদের মধ্যে নতুন সভাপতি নিয়ে অসন্তোষ রয়েছে।

নতুন সভাপতি নিয়ে বিধায়করা কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ চেয়েছেন বলে জানা গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, বিধায়করা জানিয়েছেন যে, নতুন সভাপতিদের হাতে ক্ষমতা থাকলে সংগঠন আর দুর্বল হবে, এই কারণে যোগ্য ব্যক্তিদের দায়িত্বে চান তাঁরা। যদিও, এই বিষয়ে বিজেপির নেতৃত্ব কিছুই বলতে চায় নি। অন্যদিকে গ্রুপ ত্যাগ করা ৪ বিধায়ক স্বীকার করছেন না যে, তাঁরা গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন।

bkbbvb

অন্যদিকে গতকাল দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়ার পর ক্ষমাপ্রার্থী হয়েছেন বিধায়ক অম্বিকা রায় (ambika roy)। তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (sukanta majumdar) কাছে নিজের ভুল স্বীকার করে, আবারও কাজে মন দেন তিনি। সুকান্ত মজুমদারকে তিনি বলেন, ‘ভুল ভাবনা চিন্তা, ”Sily Carelessness” থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। এই কাজের জন্য আমি একান্ত ভাবে ক্ষমপ্রার্থী হচ্ছি’। এমন ঘটনার পর বিধায়ক মন লাগিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর