বাংলা হান্ট ডেস্কঃ চলন্ত ট্রেনেই পরপর চললো গুলি! মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে ৪ জনকে গুলি করে খুন। সূত্রের খবর ট্রেনের তিন যাত্রী ও সহকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় আরপিএফের এক কনস্টেবল (RPF constable)। মহারাষ্ট্রের পালঘরের (Maharashtra Palghar) কাছে ওই ট্রেন আসতেই ৪ জনকে গুলি করা হয় বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ঘটনাস্থেলই ওই চারজন গুলিবিদ্ধ (Shot Dead BY RPF) হয়েছে মারা যায়। গুলি করার পর দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে ঝাঁপ দেয় অভিযুক্ত কনস্টেবল। আরপিএফের ওই কনস্টেবল নিজের বন্দুক থেকেই গুলি চালায় বলে জানা গিয়েছে।
১ এএসআই ও ২ যাত্রীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই অভিযুক্তকে বন্দুক-সহ আটক করা হয়েছে। সোমবারের এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে।