কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য? আশার খবর শোনালেন চিকিৎসক, বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ দুদিন হল হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শনিবারই তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডের তত্ত্বাবধানেই বুদ্ধদেববাবুকে সুস্থ করার মরিয়া প্রচেষ্টা চলছে। জানা যাচ্ছে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা প্রায় একই রয়েছে তবে কড়া অ্যান্টিবায়োটিক ডোজের জন্য গত ২৪ ঘণ্টায় জ্বর আসেনি তার৷

রবিবার বুদ্ধবাবুর চিকিৎসায় গড়া মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক কৌশিক চক্রবর্তী এই আশার খবর দিয়ে রাজ্যবাসীর মনে খানিক স্বস্তি জাগিয়েছেন। কৌশিক চক্রবর্তী বলেন, ‘‘এখন মোটামুটি একই রকম রয়েছেন। তবে ভাল খবর হল, কাল এখানে আসার পরে একবার জ্বর এসেছিল৷ কিন্তু তার পর থেকে ২৪ ঘণ্টার বেশি হয়ে গেছে, ওনার কিন্তু আর জ্বর আসেনি। এর ফলে আমরা নিশ্চয়ই আশাবাদী যে ওনার ইনফেকশনটা কমছে।’’

চিকিৎসক জানিয়েছেন বুদ্ধবাবুর অবস্থা ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল। তিনি আরও বলেন, ” আমরা কালকে আফটার দা রিপোর্ট একটা ডিসিশন নিতে পারব ভেন্টিলেটর সাপোর্ট কমানো যাবে কি না৷ রিপোর্টগুলো যদি গন্ডগোলের আসে, তবে আমাদের আরও ভাবতে হবে অ্যান্টিবায়োটিক বাড়ানো সাপোর্ট বাড়ানো ইত্যাদি। জ্বরটা গতকালের থেকে এখনও পর্যন্ত নেই, আমরা আশাবাদী রিপোর্টগুলো নিশ্চয়ই ভাল আসবে।’’

উনি জানান, ‘‘পজিটিভ নেগেটিভ অনেকগুলো ব্যাপার নিয়ে চলছি আমরা। এর মধ্যে যতক্ষণ না আমরা সিটি স্ক্যান অফ ব্লাড রিপোর্ট পাচ্ছি, এর মধ্যে আমরা ভেন্টিলেটর খোলার চেষ্টা ভেন্টিলেটর সাপোর্ট কমানোর চেষ্টা করব না, করতে পারব না। রিপোর্টগুলো এলে তারপরে আমরা এগোতে পারব।”

চিকিৎসকের কথায়, “সিটি স্ক্যান দেখে বুঝতে পারব এগুলো দেখে আমরা বুঝতে পারব ইনফেকশন সত্যিই কমল কি না, ফুসফুসের ভিতরে কী অবস্থা।উপরে উপরে ক্লিনিক্যালি দেখে পেশেন্টকে স্থিতিশীল লাগছে, যেহেতু জ্বরটা চলে গেছে।” তবে গতকাল রাতেও চিকিৎসকেরা জানিয়েছেন, বুদ্ধবাবুর শারীরিক অবস্থা একই রয়েছে। খুব একটা উন্নতি হয়নি৷

buddha

এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন তিনি৷ কড়া অ্যান্টিবায়োটিক চলছে। তবে ঘুমের ওষুধ কমানোয় জ্ঞান এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন৷ রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। আগামী ৪৮ ঘন্টা কড়া ভেন্টিলেশন পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর