ভারতের বিশ্বকাপের দলে যুবরাজের জায়গা নিতে পারেন এই ৪ তারকা! তালিকায় দুই বিশ্বকাপার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৩ সালে ফের একবার ভারতের মাটিতে আয়োজিত হতে চলছে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। ১২ বছর আগের স্মৃতি রোহিত শর্মাদের (Rohit Sharma) হাত ধরে আরও একবার ফিরবে কিনা সেই নিয়ে এখন থেকেই আশায় ভোগবাদ দিয়ে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কিন্তু এবার সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটাই। ২০১১ বিশ্বকাপে ভারতীয় দলের (Indian Cricket Team) মিডল অর্ডারকে সামলানোর জন্য একটা যুবরাজ সিং (Yuvraj Singh) ছিলেন। এই বছর যুবরাজ সিং এর মত কেউ তো নেইই। এছাড়া কিছুটা ভরসাযোগ্য যারা ছিলেন তারা বেশিরভাগই চোটের কারণে মাঠের বাইরে। এমন অবস্থায় আমরা চারজন সম্ভাব্য ক্রিকেটারের নাম দেখে নেই যারা যুবরাজ সিংয়ের ভূমিকা পালন করতে পারেন বিশ্বকাপে।

১. শিবম দুবে: এই ভারতীয় অলরাউন্ডার গত আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংস এর জার্সি গায়ে প্রমাণ করেছেন যে তার একার হাতে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে। তার আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে যদি অধিনায়ক রোহিত চান তাহলে তার মিডিয়াম পেস বলে ব্যবহার করতে পারেন। এমনও নয় যে তিনি দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকবেন। তিনি পশ্চিমাঞ্চলের দেওধর ট্রফির দলে জায়গা পেয়েছেন। সেখানে পৃথ্বী শ, সরফরাজ খানদের মতো তারকাদের সঙ্গে এক দলে খেলবেন তিনি।

২. অজিঙ্কা রাহানে: তিনি বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটের ধারে কাছে নেই কিন্তু তিনি যে রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি বিধ্বংসী ব্যাটিংও করতে পারেন সেটা গত আইপিএলে প্রমাণিত হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ভারতীয় দল যুগের অর্ডার কে সামলানোর কোন উপায় না খুঁজে পায় তাহলে রাহানেকে দলে ফেরানোর কথা ভেবে দেখা যেতে পারে।

৩. বিজয় শঙ্কর: গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলের দুর্দান্ত ছন্দে ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও তার ফর্ম খুব একটা খারাপ নয়। বিশ্বকাপে অতীতে মাঠে নামার অভিজ্ঞতার রয়েছে তার। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলে তাকে নিয়ে ভেবে দেখতে পারেন অধিনায়ক রোহিত।

৪. সঞ্জু স্যামসন: এই সমস্যার সবচেয়ে সহজ সমাধান হতে পারেন তিনি যদি একটু ধারাবাহিকতা দেখাতে পারেন জাতীয় দলের জার্সিতে। তিনি বারবার ভারতীয় স্কোয়াডের অংশ হয়েছেন কিন্তু অত্যন্ত কম সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করার এবং সেই স্বল্প সুযোগের নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে হয়তো কয়েকটা ওডিআই ম্যাচে তাকে সুযোগ পেতে দেখা যেতে পারে। আর যদি সেই সুযোগগুলো আসে তাহলে এই বিশেষ মুহূর্তে সেই সুযোগগুলো কাজে লাগাতে মরিয়া থাকবেন সঞ্জু।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর