বন্ধ হচ্ছে জি বাংলার একসময়ের টিআরপি টপার সিরিয়াল, তালিকায় রয়েছে আরও ৩

বাংলা হান্ট ডেস্ক : গত বছর থেকেই একটা ট্রেন্ড শুরু হয়েছে বাংলা টেলি (Tollywood) দুনিয়ায়। কোনও সিরিয়ালই (Bangla Serial) এখন দুই থেকে তিন মাসের বেশি চলছেনা। সৌজন্যে টার্গেট রেটিং পয়েন্ট (Target Point Rating)। হ্যাঁ, টিআরপি (TRP) কম হলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়ালের ঝাঁপি। নতুন পুরনো নির্বিশেষে সব সিরিয়ালেরই মেয়াদ এখন মাস কয়েক।

হালফিলে শুরু হওয়া সিরিয়াল গুলির মধ্যে রেষারেষির শেষ নেই। সিরিয়ার শুরু হওয়ার মুহূর্ত থেকেই যেন টিআরপি দখলের লড়াই শুরু হয়ে যাচ্ছে। এই যেমন জি বাংলার চারটি সিরিয়ালের অবস্থা এখন খুবই শোচনীয়। এবং স্টুডিওপাড়ার খবর, আগামী দুই মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে এই চার সিরিয়ালের ঝাঁপি। আপনার পছন্দের মেগা নেই তো এই তালিকায়?

গৌরী এলো (Gouri Elo) : একটা সময় জি বাংলার অন্যতম সেরা সিরিয়াল ছিল ‘গৌরী এলো’। একটা সময় তো টিআরপি তালিকায় সেরা তিনের মধ্যে সব সময় গৌরীর নাম থাকত। তবে ফুলকি আসার পর গৌরীকে স্লট ছাড়তে হয়। আর তারপর থেকেই নামতে থাকে সিরিয়ালের টিআরপি। এখন তো দশের মধ্যেও কোথাও নেই ‘গৌরী এলো’। আর তাই নাকি বন্ধ করে দেওয় হবে এই মেগা।

আরও পড়ুন : ছোটপর্দা থেকে সোজা বড় পর্দায়, মিঠুনের ‘কাবুলিওয়ালা’য় মিনি হবেন এই খুদে শিল্পী

gouri elo zee bagla

খেলনা বাড়ি (Khelna Bari) : গৌরী এলোর মতই কপাল পুড়েছে খেলনা বাড়িরও। গল্পে বড় লিপ নিতে গিয়েই হয়েছে সমস্যা। টিআরপি বাড়ার জায়গায় উল্টে দিন দিন কমেছে। কিছুদিন আগে তো স্লটও বদল হয়েছে। তাই খুব শীঘ্রই এই সিরিয়ালের ঝাঁপিও বন্ধ হতে চলেছে।

আরও পড়ুন : গঙ্গার নীচ দিয়ে কবে থেকে ছুটবে মেট্রো ? দিনক্ষণ জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ

khelna bari 1 1264x720

ইচ্ছে পুতুল (Icche Putul) : প্রথম থেকেই আহামরি কোনও ক্যারিশমা দেখাতে পারেনি এই মেগা। স্টার জলসার অনুরাগের ছোঁয়া’র বিপরীতে দেওয়া হয়েছে এই সিরিয়ালকে। প্রতি সপ্তাহেই এখন মার খাচ্ছে টিআরপিতে। শোনা যাচ্ছে আগামী ২ মাসের মধ্যে অন্য কোনও নতুন সিরিয়াল এলে বাদ দেওয়া হবে এই মেগাটিকেও।

আরও পড়ুন : এবার ৬ মাসের কাজ শেষ হবে মাত্র ৬ সেকেন্ডে! সেরা কম্পিউটার তৈরি করছে মোদী সরকার, চেয়ে দেখবে গোটা বিশ্ব

0000013063179a2cbfcc455f8e6f80d1dbd33a25.webp

মুকুট (Mukut) : একইরকম বেহাল দশা শ্রাবণী ভুঁইয়ার এই মেগারও। টিআরপিতে সেরা দশে থাকা দূর, মুকুট অনুরাগের ছোঁয়া এবং এখন হরগৌরী পাইস হোটেলের বিপরীতে প্রত্যেক সপ্তাহে মার খাচ্ছে এই সিরিয়ালঞ। সূত্রের খবর, এই সিরিয়ালেরও বিদায় ঘন্টা বাজতে চলেছে শীঘ্রই।

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর